মাটির তলায় ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের এসপ্ল্যানেড স্টেশন (Esplanade) থাকলেও উপরে বিধান মার্কেট (Bidhan market) থাকবে। এবার দু’তলা বিধান মার্কেটের জন্য টেন্ডার ডাকা হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলে তার এক বছরের মধ্যে নতুন বিধান মার্কেট তৈরির কাজ শেষ হবে। জানা গিয়েছে পুরনো বিধান মার্কেটে যে সব দোকান আছে, তারা সব নতুন জায়গায় সরে যাবে। সেখানে জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের এসপ্ল্যানেড স্টেশন তৈরি করা হবে। নতুন বিধান মার্কেটের জন্য আনুমানিক ৫৪ কোটি টাকা খরচ হতে পারে।
আরও পড়ুন-শুক্রবার থেকে বাড়বে অস্বস্তি, বৃষ্টির সম্ভাবনা নেই
তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশংকর রায় ১৯৭২ সালে বিধান মার্কেটের উদ্বোধন করেছিলেন। অনেক পুরোনো ইতিহাস জড়িত থাকলেও মেট্রোর কাজের জন্য এই পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে। নতুন মার্কেট দু’তলার হবে।
আরও পড়ুন-বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানির মামলা অসিতের
টেন্ডারের ওপর নির্ভর করে আগামী মাসের শেষের দিক থেকে দরপত্র জমা দেওয়া যাবে। যে সংস্থা সবথেকে কম দর দেবে, সেই সংস্থার হাতেই নয়া বিধান মার্কেট তৈরির বরাত দেওয়া হবে। বরাত পাওয়ার এক বছরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। তারপরই পুরনো বিধান মার্কেটে প্রায় ৫০০ দোকান নতুন বিধান মার্কেটে চলে যাবে। পুরনো বিধান মার্কেটের নীচে তৈরি হবে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।