প্যারিস, ৩১ মে : ফরাসি ওপেন চলার মধ্যেই কসোভো নিয়ে রাজনৈতিক বার্তা দিয়ে বিতর্কে জড়িয়েছেন নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস কিংবদন্তির মন্তব্যের নিন্দা করেছেন ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামেলি উদিয়া কাস্তেরা। তিনি জানিয়েছেন, খেলার মাঠে নিরপেক্ষতার নীতি মানা হয়। সেখানে বিশেষ রাজনৈতিক মন্তব্য সঠিক বার্তা বহন করে না।
আরও পড়ুন-পাকিস্তানের উপর চাপ বাড়াল আইসিসি
রোলাঁ গারোজে প্রথম রাউন্ডের লড়াই জিতে ক্যামেরার লেন্সে জকোভিচ লিখে দেন, ‘কসোভো সার্বিয়ার হৃদয়। বন্ধ হোক হিংসা।’ ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মহাতারকার টুর্নামেন্ট চলাকালীন এমন মন্তব্য ভালভাবে নিচ্ছেন না অনেকেই। নোভাকের বাবার জন্ম কসোভোয়। ২০০৮ সালে সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া দেশটিতে এখন হিংসা ও দাঙ্গার পরিবেশ। তা নিয়েই দু’দিন আগে জোকারের এই বার্তা। তাতে ক্ষুব্ধ ফরাসি সরকার। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী স্বয়ং কিছুদিন আগেও ছিলেন ফরাসি টেনিস ফেডারেশনের প্রধান। অ্যামেলি বলেছেন, ‘‘খেলার মাঠে নিরপেক্ষতার নীতি মানা হয়। মানবাধিকার রক্ষার স্বার্থে যখন এমন বার্তা দেওয়া হয় তখন তা সর্বজনীন মূল্যবোধের চারপাশের মানুষকে একত্রিত করে। ক্রীড়াবিদদের মন্তব্য করার ব্যাপারে স্বাধীনতা থাকলেও সব ক্ষেত্রে সেটা সঠিক নয়। এক্ষেত্রে জকোভিচের এই বার্তা অত্যন্ত রাজনৈতিক। এর মধ্যে নিজেকে জড়ানো উচিত নয়।’’