পাকিস্তানের উপর চাপ বাড়াল আইসিসি

বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়াল আইসিসি। লাহোরে গিয়ে পাক ক্রিকেট বোর্ডকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা

Must read

কলম্বো, ৩১ মে : বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়াল আইসিসি। লাহোরে গিয়ে পাক ক্রিকেট বোর্ডকে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আইসিসি জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের জন্য কোনও ‘হাইব্রিড’ মডেলের পক্ষপাতী নয় তারা। পাশাপাশি, অক্টোবর-নভেম্বের ভারতে আয়োজিত হতে চলা ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তান অংশগ্রহণ করবে কি না, সে ব্যাপারেও পিসিবি-কে নিশ্চয়তা দিতে হবে।

আরও পড়ুন-পায়ে পায়ে গভীর অরণ্যে

আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং সিইও জিওফ অ্যালার্ডিস লাহোরে পৌঁছে পিসিবি কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে পাকিস্তানের কাছ থেকে নিশ্চয়তা চাওয়া হয়েছে। সম্প্রতি পিসিবি চেয়ারম্যান নাজম শেট্টি জানিয়েছিলেন, এশিয়া কাপ খেলতে ভারত যদি পাকিস্তানে না যায়, তাহলে তাঁরাও ভারতে বিশ্বকাপ খেলতে আসবেন না। ভারতে এসে বিশ্বকাপ না খেলার হুমকির পাশাপাশি পাকিস্তান এশিয়া কাপ নিয়ে যে বিকল্প হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে তা মানছে না বিসিসিআই। এতে এশিয়া কাপ নিয়েও জট বেড়েছে। তার মধ্যেই খবর, শ্রীলঙ্কাও এশিয়া কাপ আয়োজন করতে আগ্রহী। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআই-এর দ্বন্দ্বে শ্রীলঙ্কা রয়েছে ভারতের পাশেই।

আরও পড়ুন-যোগীরাজ্যে ভুয়ো মার্কশিট দেখিয়ে শিক্ষকের চাকরি

শ্রীলঙ্কা বোর্ডের এক কর্তা বলেছেন, ‘‘আমরা অল্পদিনের নোটিশেই এশিয়া কাপ আয়োজন করতে প্রস্তুত। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। তবে আমরা বিসিসিআই-এর পক্ষেই থাকব।’’

Latest article