কলকাতা বিমানবন্দর (Kolkata airport) চত্বর থেকে উদ্ধার করা হয়েছে দুটি কামান। গঠনগতভাবে এই কামানদুটি কিছুটা অন্য়রকম। এই কামান দুটিকে নিয়ে উৎসাহ দেখিয়েছে রাজ্য সরকার।
আরও পড়ুন-বীরভূমের মসজিদে জাপানের ২ লাখি মিয়াজাকি আম
কিছুদিন আগেই দমদম, স্ট্র্যান্ড রোড সহ কলকাতার বেশ কিছু জায়গা থেকে কামান উদ্ধার করা হয়েছিল। এবার সেই তালিকায় যোগ হল কলকাতা বিমানবন্দর। ১৫ ও ১৬ নম্বর হ্যাঙ্গারের পাশে এই দুটি কামানের খোঁজ পাওয়া গিয়েছে। আগে এই স্থানে এয়ার ইন্ডিয়া তাদের বিমান রাখা হত। কিন্তু এখন সেই জায়গাটি তারা ব্যবহার করে না। সেখান থেকেই উদ্ধার হল এই যমজ বিমান।
আরও পড়ুন-অনুব্রতকে দেখতে তিহাড়ে যাচ্ছেন দোলা সেন ও অসিত মাল
রাজ্য সরকার সেই জোড়া কামান সংরক্ষণ করতে চাইছে। অ্য়াডমিনিস্ট্রেটর জেনারেল ও বাংলার অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় এই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। অনেক বছর ধরে মাটির নীচে এই কামানের বেশ কিছুটা অংশ ছিল। কামানদুটিকে আপাতত বের করা হয়েছে। মডেলটি বিরল ধরনের। তাই কামান ও গোলাকে সংরক্ষণ করতে চাইছে রাজ্য সরকার। জানা গিয়েছে এই কামান রাজ্য সরকারের হাতে তুলে দিতে আপত্তি নেই বিমানবন্দর কর্তৃপক্ষের। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সবুজ সংকেত দিলেই এই কামান রাজ্য সরকারের হাতে চলে যাবে।