বীরভূমের মসজিদে জাপানের ২ লাখি মিয়াজাকি আম

জানা গিয়েছে সৈয়দ সোনা নামে স্থানীয় এক যুবক বিদেশে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি আমের চারা এনে মসজিদ চত্বরে লাগিয়েছিলেন

Must read

জাপানের (Japan) একটি প্রজাতি মিয়াজাকি আম (Miyazaki mango)। দাম অনলাইনে ২ লাখ টাকা কেজি দরে বিক্রি হয়। সেই আম এবার বীরভূমের মসজিদ চত্বরে ফলেছে। আমের সঙ্গে সেলফি তোলার জন্য় ভিড় প্রচুর।

আরও পড়ুন-ফের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া

দুবরাজপুরের ওই মসজিদ চত্বরে একটা গাছে এই মিয়াজাকি আম হয়েছে। আজ শুক্রবার একটা আম পাড়া হবে। সেই আম নিলাম করা হবে। এখন সেই আমের দাম কেমন ওঠে সেটাই এখন দেখার।

আরও পড়ুন-পিএসজি ছাড়ছেন মেসি, কাল শেষ ম্যাচ, জানালেন কোচ গালতিয়ের

জানা গিয়েছে সৈয়দ সোনা নামে স্থানীয় এক যুবক বিদেশে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি আমের চারা এনে মসজিদ চত্বরে লাগিয়েছিলেন। গাছে সব মিলিয়ে ৮টা আম হয়েছে। সেই আম গুলিকে আগলে রেখেছে স্থানীয়রা ও মসজিদ কমিটির লোকজন।

আরও পড়ুন-দিল্লিতে মাটির নিচে মহাভারতের যুগের ধ্বংসাবশেষ! দাবি এএসআইয়ের

যদিও ইতিমধ্যেই মালদায় পরীক্ষামূলকভাবে এই আম ফলানোর চেষ্টা করা হচ্ছে। এই আম লম্বাটে ধরনের দেখতে হয়। ওজন হয় প্রায় ৩৫০ গ্রাম। বেগুনি রঙের দেখতে। এই আম থাইল্যান্ড, বাংলাদেশের বেশ কিছু জায়গায় এখন চাষ হচ্ছে। ভারতে মধ্যপ্রদেশে এই আমের প্রথম চাষ হয়েছিল।

Latest article