দিল্লিতে মাটির নিচে মহাভারতের যুগের ধ্বংসাবশেষ! দাবি এএসআইয়ের

ইতিহাসবিদদের মতে, মহাভারতের সময়ের বিশেষত্ব ছিল এই ধরনের বাসন। সেই আমলে পোড়ামাটির বাসনে ধূসর রঙের তার দিয়ে নকশা করা হত

Must read

প্রতিবেদন : রাজধানীর মাটির তলায় মিলেছে মহাভারতের আমলের ধ্বংসাবশেষ। এমনই দাবি করেছে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ। দিল্লির বিখ্যাত স্থাপত্য পুরনো কেল্লার নিচে মিলেছে মহাভারতের আমলের এই ধ্বংসাবশেষ। পাশাপাশি ওই এলাকাটি সম্ভবত পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ বলেই অনুমান ইতিহাসবিদদের একাংশের। জানুয়ারি মাস থেকেই দিল্লির পুরনো কেল্লায় খননকাজ শুরু করেছিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেখান থেকে পাওয়া বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দশনের ভিত্তিতেই এই দাবি করেছেন এএসআইয়ের ডিরেক্টর বসন্ত স্বর্ণকার।

আরও পড়ুন-ভয়ঙ্কর অনাহার, মৃত্যু হল শতাধিক শিশুর, গৃহযুদ্ধে রক্তাক্ত সুদানে দুর্ভিক্ষের হাহাকার

এএসআইয়ের ডিরেক্টর আরও জানিয়েছেন, দিল্লির পুরনো কেল্লার নিচে বিভিন্ন সময়ের ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে। তার মধ্যে অন্যতম হল ধূসর রঙের তার দিয়ে নকশা করা মাটির বাসনপত্র। ইতিহাসবিদদের মতে, মহাভারতের সময়ের বিশেষত্ব ছিল এই ধরনের বাসন। সেই আমলে পোড়ামাটির বাসনে ধূসর রঙের তার দিয়ে নকশা করা হত। আর অন্য কোনও যুগে এইভাবে বাসনপত্র তৈরির প্রমাণ নেই। এএসআই ডিরেক্টরের কথায়, মাটির নিচ থেকে একাধিক যুগের ঐতিহাসিক স্মারকের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এরমধ্যে রয়েছে মৌর্য, গুপ্ত, রাজপুত সভ্যতার নিদর্শন। প্রত্যেকটি ক্ষেত্রেই বাসনপত্র থেকে জানা গিয়েছে ওই সভ্যতাগুলির অস্তিত্ব।

আরও পড়ুন-জঙ্গলে মিতিন মাসির জোরদার অভিযান

জানা গিয়েছে, মহাভারতে ওই এলাকার কথাই লেখা রয়েছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাবে না পুরনো কেল্লাতেই ইন্দ্রপ্রস্থ ছিল কি না। তার জন্য অন্তত দু’বছর ধরে খননকাজ চালাতে হবে। ওই এলাকাটি আদৌ পাণ্ডবদের রাজধানী ইন্দ্রপ্রস্থ কি না তা খতিয়ে দেখার জন্যই পুরনো কেল্লায় খননকাজ শুরু হয়েছিল। বর্ষার সময় সাময়িকভাবে কাজ বন্ধ থাকবে৷

Latest article