আলিপুর আবহাওয়া দফতর (Alipur weather department) মঙ্গলবার পর্যন্ত রাজ্যের ৯ জেলায় তাপপ্রবাহের (heatwave) সতর্কতা জারি করেছে। রবিবার থেকে আছে ১৫ জেলায় সতর্কতা। এই তালিকায় কলকাতা যদিও নেই কিন্তু সেখানেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে পারদ। সর্বনিম্ন তাপমাত্রা ৩০-৩১ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কিন্তু তাতে গরম কমবে না।
আরও পড়ুন-কলকাতা বিমানবন্দর এর কাছে উদ্ধার জোড়া কামান
শুক্রবার তাপপ্রবাহে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জ্বলছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে যদিও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম কোমর ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণের জেলাগুলির পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা থাকছে পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে ও তাপমাত্রা ব্যাপক বৃদ্ধি পাবে। শুক্র এবং শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা-সহ পশ্চিমের জেলা ও সংলগ্ন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।দক্ষিণবঙ্গের বাকি জেলাতে তাপপ্রবাহ মতো পরিস্থিতি চলতে পারে।
আরও পড়ুন-বীরভূমের মসজিদে জাপানের ২ লাখি মিয়াজাকি আম
শনি ও রবিবার সকাল থেকে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে৷ উপকূলের জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এই উপকূল সংলগ্ন কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মঙ্গল -বুধবার গরম আরও বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও চরমে উঠবে।রাজ্যজুড়ে গরম ও অস্বস্তির কারণে সতর্কতা নেওয়ার পরামর্শ আবহাওয়া দফতরের। বেলা ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।