সংবাদদাতা, দুর্গাপুর : সাক্ষী মালিক, বিনেশ ফোগট-সহ ভারতীয় মহিলা কুস্তিগিরদের ওপর পুলিশি অত্যাচারের বিরুদ্ধে এবার রাস্তায় নেমে প্রতিবাদে সরব হলেন দুর্গাপুরের ক্রীড়াবিদ ও অসংখ্য সাধারণ মানুষ। এর আগে বিক্ষিপ্তভাবে কয়েকটি সংস্থা প্রতিবাদে নামে। কিন্তু শুক্রবার থেকে লাগাতার প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন দুর্গাপুরের ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর ইস্পাত নগরীর তিলক রোড থেকে একটি প্রতিবাদী পদযাত্রার আয়োজন করা হয়।
আরও পড়ুন-প্রাথমিক বিদ্যালয়ে নবজোয়ার আনার উদ্যোগ
সেখানে ক্রীড়াবিদ, সাধারণ মানুষ-সহ শাসক দলের নেতা-কর্মীরা ছিলেন। পদযাত্রায় অংশ নিয়েছিলেন ফুটবল, ক্রিকেট, হকি, পাওয়ার লিফটিং, অ্যাথলেটিক্সরা। মহিলা কুস্তিগিরদের ছবি ও তার ওপর লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’ ফ্লেক্স নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই পদযাত্রা। বহু সাধারণ মানুষ সামিল হয়েছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাওয়ার লিফটার নির্মল সাহা বলেন, ভারতীয় মহিলা কুস্তিগিরদের ওপর পুলিশ যেভাবে অত্যাচার হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি। দুর্গাপুরের ক্রীড়াবিদ-সহ সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। অসংখ্য মানুষের উপস্থিতিতে এদিনের মহামিছিল এক ঐতিহাসিক মহামিছিলে পরিণত হয়।