লক্ষ্য আরও উন্নত নাগরিক পরিষেবা। এই লক্ষ্যে পৌঁছতেই এবারে কর্মসংস্কৃতিকে আরও নিখুঁত করে তোলার কাজে হাত দিল কলকাতা পুর কর্তৃপক্ষ। শুরু হচ্ছে একেবারে কর্পোরেট ধাঁচে ওয়ার্ক কালচার মনিটরিং সিস্টেম। কড়া নজরদারি চলবে কলকাতা পুরসভার অফিসারদের কাজেও। তাঁরা প্রতিদিন কী কী কাজ করেছেন, কাজের ধরন কীরকম, কাজ করতে কী ধরনের সমস্যা হয়েছে, তার সমাধানই বা কীভাবে করা হয়েছে— এসবই নিয়মিত লিখে রাখতে হবে সেই ডায়েরিতে। ওয়ার্ক ডায়েরি চালু হচ্ছে ফিল্ডকর্মীদের জন্যও। আসছে ‘কেএমসি এমপ্লয়িজ’ নামে নতুন অ্যাপও। ফিল্ডকর্মীরা অ্যাপে লগ ইন করবেন সুনির্দিষ্ট কোড দিয়ে। অন থাকবে জিপিএস। এর মাধ্যমেই কর্মীদের গতিপ্রকৃতি চলে আসবে সংশ্লিষ্ট আধিকারিকদের নজরদারির আওতায়। রিপোর্ট দিতে হবে ইন্সপেক্টর বা পরিদর্শককেও। কাজের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে অ্যাপের মাধ্যমেই। সঙ্গে অবশ্যই ছবি। কলকাতা পুরসভার বক্তব্য, এই বিজ্ঞানভিত্তিক নজরদারি চালু হলে কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা নিঃসন্দেহে কমবে। ভারসাম্য আসবে কাজে। একজনের কর্মতৎপরতার অভাব সামাল দিতে আর একজনের উপর অতিরিক্ত কাজের বোঝা। সব মিলিয়ে পুরসভার কর্মসংস্কৃতির মান উন্নত হলে, বাড়বে নাগরিক পরিষেবার মানও।
আরও পড়ুন- নিরাপত্তা নীতিতে কমছে পথদুর্ঘটনা