নয়াদিল্লি : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ওই দিনই ভারতের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি (Nikki Haley)। সোমবার তিনি ভারতকে সবচেয়ে বড় দূষণকারী দেশ বলে চিহ্নিত করেছেন। ট্যুইটারে হ্যালি বলেছেন, আমরা যদি পরিবেশ বাঁচাতে সত্যিই ইচ্ছুক হই, তাহলে আমাদের ভারত ও চিনের মুখোমুখি হতে হবে। কারণ তারাই সবচেয়ে বড় দূষণকারী।
হ্যালির (Nikki Haley) এই বক্তব্য নিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় বিদেশ মন্ত্রক কোনও মন্তব্য করেনি। তবে প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। বেশ কয়েকজন নেটিজেন হ্যালিকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ শৈলেন্দ্র মালিক, হ্যালির মন্তব্যের নিন্দা করে বলেছেন, বিভিন্ন আমেরিকান কোম্পানির সিইও হিসাবে ভারতীয়রা খুবই দক্ষ। কিন্তু নিজেদের তুলে ধরার ক্ষেত্রে তাঁরা ব্যর্থ। তাই ব্রিটেন ও আমেরিকার রাজনীতিবিদরা ভারত সম্পর্কে ভুল তথ্য দিলেও তার প্রতিবাদ সেভাবে হয় না।
ট্যুইটারে আর এক নেটিজেন শীর্ষ কার্বন ডাই অক্সাইড নির্গমনকারী দেশগুলির একটি গ্রাফ শেয়ার করেছেন। ওই গ্রাফিকসে মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ হিসাবে দেখানো হয়েছে। ওই ব্যক্তি গ্রাফিকসটি শেয়ার করে বলেছেন, প্রথমে আপনার আয়নায় নিজের চেহারাটা দেখুন।
আরও পড়ুন: পাকিস্তানে দুর্ভিক্ষ হতে পারে, বার্তা রাষ্ট্রসঙ্ঘের