বালেশ্বরে (Balasore) ট্রেন দুর্ঘটনায় বাংলার মৃতদের পরিবার ও আহতদের আজ সাহায্য প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। আজ বুধবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাহায্য প্রদানের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। এদিন সিবিআই তদন্ত নিয়ে ফের প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি রেল সত্য তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
আরও পড়ুন-পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্য নির্বাচন কমিশনার হতে চলেছেন রাজীব সিনহা
এদিন মুখ্যমন্ত্রী জানান, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় এখনও পর্যন্ত এই রাজ্যের ১০৩জনের মৃত্যুর খবর মিলেছে। ৮৬টি দেহ শনাক্ত করা গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এদিন মঞ্চ থেকে ক্ষতিগ্রস্ত অনেকের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মমতা।
আরও পড়ুন-পথ দেখাল বাংলা, মা ক্যান্টিনের আদলে উত্তরপ্রদেশে “দিদি ক্যাফে”, টুইট কুণাল ঘোষের
কী কী সাহায্য দেওয়া হল-
• মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা
• গুরুতর আহতদের ১লক্ষ টাকা
• আহতদের ৫০ হাজার টাকা
• সামান্য আহতদের ২৫ হাজার টাকা
• মৃতদের পরিবারের একজন সদস্যকে স্পেশাল হোম গার্ডের চাকরি
• যাঁদের অঙ্গহানি ঘটেছে, তাঁদের পরিবারের একজন করে সদস্যকেও চাকরি দেওয়া হচ্ছে
• পরিযায়ী শ্রমিকদের এককালীন ১০ হাজার টাকা দেওয়া হবে
• পরের ৪ মাস ২০০০ টাকা করে আর্থিক সহায়তা, সঙ্গে নিত্য প্রয়োজনীয় জিনিসও তাদের দেওয়া হবে
• মানসিকভাবে বিপর্যস্তদেরও একই সহায়তা দেওয়া হবে
• বালেশ্বরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের সহায়তা
আরও পড়ুন-শিক্ষার আলো ছড়াতে চান কৃষ্ণা সোরেন
এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বালেশ্বরের দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। আমি চাই সত্যটা প্রকাশ পাক। পুরসভায় CBI হানাও দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, পুরসভার তদন্ত করতে কোথায়, কোথায় যাচ্ছে সিবিআই! একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, যারা এই দুর্ঘটনার পিছনে আছে তাদের চরম শাস্তি হোক।