প্যারিস, ৭ জুন : ফ্রেঞ্চ ওপেনের (French Open) সেমিফাইনালেই মুখোমুখি খেতাবের দুই প্রবল দাবিদার নোভাক জকোভিচ (Novak Djokovic) ও কার্লোস আলকারেজ (Carlos Alcaraz)। কোয়ার্টার ফাইনালে গ্রিসের স্টেফানোস সিসিপাসকে স্ট্রেট সেটে উড়িয়ে শেষ চারে উঠেছেন আলকারেজ। খেলার ফল ৬-২, ৬-১, ৭-৬ (৭/৫), স্প্যানিশ তারকার পক্ষে।
প্রথম দু’টি সেটে (French Open) সিসিপাসকে দাঁড়াতেই দেননি তিনি। তৃতীয় সেটে অবশ্য সিসিপাস কিছুটা লড়াই করেছেন। কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ২২টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী জকোভিচ আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন। কোয়ার্টার ফাইনালে তিনি ৪-৬, ৭-৬ (৭/০), ৬-২, ৬-৪ স্ট্রেট সেটে হারিয়েছিলেন রাশিয়ার কারেন খাচানভকে।
জকোভিচের বিরুদ্ধে কোর্টে নামার জন্য মুখিয়ে রয়েছেন আলকারেজ। তিনি বলছেন, ‘‘টেনিসপ্রেমীদের মতো আমিও এই ম্যাচটার জন্য অধীর অপেক্ষায় রয়েছি। নোভাক এই মুহূর্তে বিশ্বের সেরা। তবে আমি বিশ্বাস করি, সেরা হতে গেলে সেরাদেরই হারাতে হবে।’’ অন্যদিকে, জকোভিচ বলছেন, ‘‘কার্লোস দারুণভাবে উঠে এসেছে। ওকে খেলতে দেখলে, ওর দেশেরই একজনের কথা মনে পড়ে যায়। যে বাঁ হাতে খেলে।’’ সরাসরি নাম না করলেও, জকোভিচ যে নাদালের কথা বলেছেন, সেটা স্পষ্ট।
আরও পড়ুন- পাঁচ ঘণ্টার বৈঠকে তদন্ত শেষের আশ্বাস
এদিকে, মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠে নজির গড়লেন ব্রাজিলের বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়া। ১৯৬৮ সালে মারিয়া বুয়েনোর পর মাইয়া দ্বিতীয় ব্রাজিলীয় মহিলা খেলোয়াড় হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন। বুধবার কোয়ার্টার ফাইনালে মাইয়া ৩-৬, ৭-৬ (৫), ৬-১ সেটে হারিয়েছেন ওন্স জাবেউরকে। সেমিফাইনালে উঠেছেন মেয়েদের শীর্ষ বাছাই ইগা সুইয়াটেকও। তিনি ৬-২, ৬-২ সেটে হারিয়েছেন কোকো গফকে।