পাঁচ ঘণ্টার বৈঠকে তদন্ত শেষের আশ্বাস

১৫ জুন পর্যন্ত স্থগিত কুস্তিগিরদের প্রতিবাদ

Must read

নয়াদিল্লি, ৭ জুন : কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের আবেদনে সাড়া দিয়ে বুধবার তাঁর বাড়িতে বৈঠক করতে গিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগিররা। দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠক শেষে অলিম্পিয়ান বজরং পুনিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আমাদের বলা হয়েছে, দিল্লি পুলিশ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শেষ করবে ১৫ জুনের মধ্যে। তাই আমাদের প্রতিবাদ আন্দোলন ওই দিন পর্যন্ত স্থগিত থাকছে (Wrestlers suspend protest)। ১৫ জুনের পর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাব (Wrestlers suspend protest)। লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হচ্ছে না। দিল্লি পুলিশ কুস্তিগিরদের বিরুদ্ধে যে এফআইআর করেছিল, তা তুলে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।’’ বৈঠকে বজরং, সাক্ষী মালিক থাকলেও কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম মুখ বিনেশ ফোগট ছিলেন না।

পুলিশি নিগ্রহের পর গোটা দেশ কুস্তিগিরদের পাশে। চাপের মুখে কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশ দ্রুত তদন্ত শেষ করার আশ্বাস দিলেও অভিযুক্ত কুস্তি-কর্তার গ্রেফতারি নিয়ে এদিনের বৈঠকেও কোনও শব্দ উচ্চারণ করেননি ক্রীড়ামন্ত্রী। তবে কুস্তিগিররা তাঁদের একগুচ্ছ দাবি জোরালোভাবেই জানিয়ে এসেছেন সরকারের কাছে। জানা গিয়েছে, পাঁচটি প্রধান দাবি জানিয়েছেন বজরং, সাক্ষীরা। এর মধ্যে জাতীয় কুস্তি ফেডারেশনে মহিলা প্রধান নিয়োগ করার দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুন- দুর্নীতিগ্রস্তদেরই কবচ দেয় বিজেপি

কুস্তিগিরদের অন্যতম দাবিগুলির মধ্যে রয়েছে, জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা। ফেডারেশনের মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে। অভিযুক্ত ব্রিজভূষণ এবং তাঁর পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন। কুস্তিগিরদের বিরুদ্ধে পুলিশ যে এফআইআর করেছিল, তা খারিজ করতে হবে এবং ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অভিযোগ জানানোর জন্য কুস্তি সংস্থায় একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হচ্ছে। যে কমিটির মাথায় থাকবেন একজন মহিলা।

Latest article