দুর্নীতিগ্রস্তদেরই কবচ দেয় বিজেপি

Must read

সুমন করাতি, আরামবাগ: বিজেপি মুখে ‘কবচ’-এর কথা বলে কিন্তু বাস্তবে আমজনতাকে ‘সুরক্ষা কবচ’ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কবচ দিয়েছে সব থেকে বড় দুর্নীতিগ্রস্তদের। বুধবার আরামবাগের সভা থেকে এই চাঁচাছোলা ভাষাতেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, রেল দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী ‘কবচ’-এর কথা বলছিলেন। আসলে এরা কবচ দিয়েছে সব থেকে বড় দুর্নীতিবাজদের। যাদের ক্যামেরার সামনে হাত বাড়িয়ে টাকা নিতে দেখা গেছে, তাদের কবচ দিয়েছে বিজেপি। সারদা-নারদায় যারা অভিযুক্ত, তাদের কবচ দিয়েছে বিজেপি। এরা সব চোর-চিটিংবাজদের কবচ দিয়েছে। অভিষেকের সংযোজন, কুস্তিগিররা যার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে বিজেপি তাদের সেই সাংসদকে কবচ দিয়েছে। এরপরই বাংলার উদাহরণ তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ‘দিদির সুরক্ষা কবচ’ দিয়েছেন। তাঁর কথায়, উন্নয়নের ক্ষেত্রে, সরকারি পরিষেবার ক্ষেত্রে কখনও তৃণমূল-বিজেপি-সিপিএম দেখা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন, ধর্ম করব। কিন্তু রাজনীতিতে নির্বাচনে জেতার পর আমার কোনও ধর্ম নেই। তখন উন্নয়নই একমাত্র ধর্ম। উন্নয়নমূলক জনমুখী প্রকল্পগুলি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব।

আরও পড়ুন- হন্যে হয়ে খোঁজ, মর্গ কর্তৃপক্ষের ভুলে দেহ চলে যাচ্ছে অন্যের কাছে

এদিন আরামবাগের জনসভায় দাঁড়িয়ে আরামবাগবাসীর দীর্ঘদিনের সমস্যার সমাধানের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। অভিষেকের কথায়, আরামবাগে কৃষিপণ্য নিয়ে খেয়া পারাপার করতে এখন থেকে কোনও টাকা নেওয়া যাবে না। মঙ্গলবার আরামবাগ-গোঘাটে জনসংযোগের সময় সাধারণ মানুষের থেকে অভিযোগ পেয়ে এই মর্মে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন আরামবাগের জনসভা থেকে নিজেই এই কথা জানালেন তিনি। তাঁর কথায়, মঙ্গলবার আমি যখন আরামবাগ-গোঘাটে জনসংযোগে ছিলাম তখন বহু মানুষ আমাকে চিঠি দিয়েছেন। সেগুলি রাতে পড়ে জানতে পারি, দামোদর নদ ও মুণ্ডেশ্বর নদীকে কেন্দ্র করে ৬২-৬৪টি খাল রয়েছে। এই খালগুলিতে প্রায় ৩৪টি ঘাট রয়েছে। এই ঘাট দিয়ে খেয়া-পারাপার করতেই অতিরিক্ত টাকা তুলছে ভারপ্রাপ্ত এজেন্সি। এখন থেকে কৃষিপণ্য নিয়ে খেয়া-পারাপার করার জন্য আর কোনও টাকা নেওয়া হবে না। এমনকী সাধারণ মানুষ পারাপার করতে গেলেও অনেক সময় বেশি টাকা নেওয়া হয়। বিশেষত বন্যার সময়। বৃষ্টির সময়। পরিবহণমন্ত্রীকে সাফ জানিয়ে দিয়েছি, এখন থেকে আর বেশি টাকা নিতে পারবে না এজেন্সি। সাধারণ মানুষের পারাপারের জন্য ১ টাকা এবং মোটরবাইক নিয়ে পারাপারের জন্য ৫ টাকা নেওয়া যাবে। এর বাইরে খেয়া-পারাপার করতে যদি কোনও এজেন্সি বেশি টাকা তাহলে এজেন্সির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে প্রশাসন। দরকারে জেলে পুরে দেওয়া হবে। যত দ্রুত সম্ভব এই কার্যকর করার ব্যবস্থা করতে বলেছি পরিবহণমন্ত্রীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আরামবাগ কৃষিপ্রধান অঞ্চল। কৃষকদের অসুবিধা, সাধারণ মানুষের অসুবিধা হয় এমন কোনও পদক্ষেপ করা যাবে না। আজ আরামবাগের জনসভা ছাড়াও ধনিয়াখালিতে আরও একটি জনসভা, সপ্তগ্রামে রোড-শো, বলাগড়ে অধিবেশনে বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Latest article