প্রতিবেদন : ভুয়ো নথিপত্র দেখিয়ে পড়তে গিয়েছিলেন কানাডায়। সে কারণে ৭০০ ভারতীয় পড়ুয়াকে কানাডা ছেড়ে চলে যাওয়ার নোটিশ দেওয়া হল। কানাডা সরকারের দাবি, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার জন্য ভারতীয় পড়ুয়ারা সেদেশে গিয়েছিলেন তার নথিপত্র সবই ভুয়ো। তাই সে দেশের আইন অনুযায়ী, কানাডায় থাকার অনুমতি পাবেন না ওই ভারতীয় পড়ুয়ারা।
আরও পড়ুন-নিউ ইয়র্কে অনুষ্ঠানের নামে কেরল সিপিএমের তোলাবাজি!
কানাডা ছাড়ার নোটিশ পেতেই পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন। চমনদীপ সিং নামে এক পড়ুয়া জানিয়েছেন, এজেন্টদের মাধ্যমে তিনি কানাডায় এসেছিলেন। ওই এজেন্ট বলেছিলেন, যে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তিনি এসেছেন তার সব আসন ভর্তি হয়ে গিয়েছে। তাই অন্য কলেজে তাঁর পড়ার ব্যবস্থা করা হবে। বাধ্য হয়ে ওই প্রস্তাবে রাজি হন তিনি। কিন্তু চার বছর কলেজে পড়ার পরে এখন জানতে পেরেছেন যে, ভুয়ো অ্যাডমিশন লেটারের ভিত্তিতে তাঁকে ভিসা দেওয়া হয়েছিল। চমনদীপের মতো একই অবস্থা অন্যদেরও।