নিউ ইয়র্কে অনুষ্ঠানের নামে কেরল সিপিএমের তোলাবাজি!

৮ দিনের সফরে বৃহস্পতিবার সকালে এক প্রতিনিধি দল নিয়ে আমেরিকার উড়ে গিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Must read

প্রতিবেদন : মার্কিন মুলুকে অনুষ্ঠানের নামে দেদার টাকা তোলা হচ্ছে। অভিযোগের তির কেরলের বাম সরকারের দিকে। ৮ দিনের সফরে বৃহস্পতিবার সকালে এক প্রতিনিধি দল নিয়ে আমেরিকার উড়ে গিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। বিজয়নের সঙ্গে গিয়েছেন রাজ্য বিধানসভার স্পিকার এবং অর্থমন্ত্রী-সহ আরও বেশ কয়েকজন। আমেরিকার টাইম স্কোয়ারে লোকা কেরল সভা নামে এক অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিজয়ন। এই অনুষ্ঠানকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

আরও পড়ুন-মুম্বইয়ে নৃশংস খুন সঙ্গীকে, দেহের টুকরো সিদ্ধ করল প্রৌঢ়

অভিযোগ উঠেছে, ওই অনুষ্ঠানে বিজয়নের পাশে বসার জন্য বিভিন্ন ব্যবসায়ী ও প্রতিষ্ঠিত ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করা হচ্ছে। বিজয়নের পাশে বসার প্রস্তাব দিয়ে ২৫ হাজার থেকে ১ লক্ষ মার্কিন ডলার পর্যন্ত আদায় করা হচ্ছে। কার্যত তোলাবাজি চালাচ্ছে সিপিএম। অনাবাসী কেরলীয়দের নিয়ে লোকা কেরল সভা শুরু হবে ৯ জুন। সভা চলবে ১১ জুন পর্যন্ত। কংগ্রেসের অভিযোগ, এভাবে টাকা তুলে দেশেরই মুখ ডোবাচ্ছেন বিজয়ন এবং তাঁর দল সিপিএম। অনাবাসী কেরলীয়দের কাছ থেকে যেভাবে টাকা তোলা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। কার্যত গায়ের জোরে টাকা আদায় করা হচ্ছে। এই ঘটনায় বিদেশের মাটিতে মুখ পুড়ছে দেশের।

Latest article