বুয়োনোস আইরেস, ৮ জুন : জল্পনা সত্যি করে শেষ পর্যন্ত ইন্টার মায়ামিতেই যোগ দিচ্ছেন। জানিয়ে দিলেন খোদ লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার বক্তব্য, ‘‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। নতুন মরশুমে ইন্টার মায়ামির হয়েই খেলব। এখনও চুক্তিপত্রে সই করিনি। তবে আমার মায়ামিতে যাওয়া নিশ্চিত।’’
আরও পড়ুন-উত্তরপ্রদেশে গণধর্ষণে মৃত কিশোরী অভিযুক্ত এক বিজেপি নেতা
মেসির দলবদল নিয়ে গত কয়েকটা দিনে কম নাটক হয়নি। সৌদি ক্লাব আল হিলালের বিশাল অর্থের প্রস্তাব ছিল তাঁর কাছে। চুক্তি চূড়ান্ত করতে প্যারিসে উড়ে এসেছিলেন সৌদি ক্লাবের কর্তারা। কিন্তু মেসি নিজে ঝুঁকে ছিলেন বার্সেলোনায়। তাঁর বাবা জর্জে মেসিও গত ৪৮ ঘণ্টার মধ্যে বার্সা প্রেসিডেন্ট জুয়ান লাপোর্তার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। কিন্তু তা সত্ত্বেও জট কাটেনি। মেসিও চাইছিলেন দ্রুত সিদ্ধান্ত নিতে। কিন্তু বার্সা মেসিকে আনুষ্ঠানিকভাব প্রস্তাবই দেয়নি। পুরনো ক্লাবের এই ঢিলেঢালা মনোভাবে চূড়ান্ত বিরক্ত মেসি ইন্টার মায়ামির প্রস্তাবেই শেষ পর্যন্ত হ্যাঁ বলে দেন।
আরও পড়ুন-৭০০ ভারতীয় পড়ুয়াকে কানাডা ছাড়ার নির্দেশ
আর্জেন্টাইন মহাতারকার বক্তব্য, ‘‘আমি ভীষণভাবে বার্সায় ফিরতে চেয়েছিলাম। এটা আমার স্বপ্ন ছিল। কিন্তু দু’বছর আগে যা ঘটেছিল, তার পুনরাবৃত্তি হোক চাইনি। নিজের ও পরিবারের কথা মাথায় রেখেই মার্কিন লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছি।’’ মেসি আরও বলেন, ‘‘আমি শুনেছিলাম, লা লিগা কর্তৃপক্ষ আমাকে সই করানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছিল। কিন্তু আমার বার্সায় ফেরা নিয়ে অনেক সমস্যা ছিল। কখনও চাইনি আমাকে সই করানোর জন্য ওরা কয়েকজন ফুটবলারকে বিক্রি করে দিক বা বেতন কমিয়ে দিক।’’
আরও পড়ুন-নিউ ইয়র্কে অনুষ্ঠানের নামে কেরল সিপিএমের তোলাবাজি!
মেসির আক্ষেপ, ‘‘অর্থ আমার কাছে সমস্যা ছিল না। কিন্তু চুক্তি নিয়ে বার্সার সঙ্গে আমার কোনও আলোচনাই হয়নি। ওরা আমাকে একটা প্রস্তাব পাঠিয়েছিল। সেটা কোনও আনুষ্ঠানিক প্রস্তাব ছিল না। অর্থ রোজগার করতে চাইলে তো সৌদিতে চলে যেতাম।’’ তাঁর সংযোজন, ‘‘বার্সায় এখনও কিছু মানুষ আছেন, যাঁরা চান না আমি ক্লাবে ফিরি। তাতে নাকি ক্লাবে নেতিবাচক প্রভাব পড়বে। তবে বার্সেলোনায় গিয়ে থাকব, এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আশা করি, কোনও একদিন ক্লাবকে সাহায্য করতে পারব। কারণ আমি বার্সাকে ভালবাসি।’’
আরও পড়ুন-মুম্বইয়ে নৃশংস খুন সঙ্গীকে, দেহের টুকরো সিদ্ধ করল প্রৌঢ়
এদিকে, মেসির ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় ইন্টার মায়ামির ফলোয়ারের সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে। ইনস্টাগ্রামে মার্কিন ক্লাবের ফলোয়ারের সংখ্যা ছিল ১০ লক্ষ। সেটা গত ২৪ ঘণ্টায় বেড়ে হয়েছে ৪৫ লক্ষ! শুধু তাই নয়, মেসির যোগদানের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ইন্টার মায়ামির ম্যাচের টিকিটের দাম ঊর্ধ্বমুখী। আগামী ২৬ অগাস্ট নিউ ইয়র্ক রেড বুলসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মায়ামির। সেই ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে আগের থেকে ১৪০০ গুণ বেশি দামে!