প্রতিবেদন: মোদির রাজ্য গুজরাতের (Dalit- Gujarat) আইন-শৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে ফের তার প্রমাণ মিলল এক দলিত যুবকের খুনের ঘটনায়। খাবার নিয়ে সামান্য কথা বলায় গুজরাতে পিটিয়ে খুন করা হল এক দলিত ব্যক্তিকে। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাতের খানপুর তালুকে। জানা গিয়েছে, বুধবার একটি হোটেলে খেতে গিয়েছিলেন অটোচালক রাজু (Dalit- Gujarat)। তিনি দলিত সম্প্রদায়ের মানুষ। ওই দিন তিনি প্রথমে হোটেল কর্মীদের কাছে জানতে চান, খাবার কেন কম দেওয়া হয়েছে। এরপর কিছু খাবার বেঁচে গেলে তিনি সেগুলি প্যাক করে দিতে বলেন। তাতেই হোটেল কর্মীর সঙ্গে রাজুর বচসা শুরু হয়। শেষ পর্যন্ত রাজুকে জাতপাত তুলে গালাগালি দেন ওই হোটেলের মালিক। প্রতিবাদ করলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। দলিত সম্প্রদায়ের মানুষ হয়েও তিনি কীভাবে খাবার প্যাক করে দিতে বলেন, তা নিয়ে প্রশ্ন তোলেন হোটেল মালিক। গুরুতর জখম রাজুকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। যথারীতি এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি সরকারের আমলে দলিত সম্প্রদায় কতটা উপেক্ষিত রাজুর মৃত্যু তাঁরই প্রমাণ বলে অভিযোগ করেছে কংগ্রেস। ইতিমধ্যেই দলিত ব্যক্তির মৃত্যুতে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন বিধায়ক জিগনেশ মেভানি। তিনি বলেছেন, অভিযুক্তদের গ্রেফতার না করা পর্যন্ত রাজুর পরিবার তাঁর দেহ নেবে না। উল্লেখ্য, কয়েকদিন আগেই ভাল পোশাক ও সানগ্লাস পরার কারণে এক দলিত যুবককে বেধড়ক মারধর করা হয়েছিল মোদিরাজ্যে। চলতি সপ্তাহেই ক্রিকেট মাঠে বল ছোঁয়ায় এক দলিত কিশোরকে মারধর করা হয়।
আরও পড়ুন- অ্যামাজনের জঙ্গলে ৪০ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার চার খুদে