ট্রাম্পের বাথরুমে পাওয়া গেল পরমাণু অস্ত্রের গোপন নথি

Must read

প্রতিবেদন: দেশের পরমাণু অস্ত্র সংক্রান্ত একাধিক গোপন নথি মিলল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Ex President Donald Trump) বাথরুমে। পরমাণু সংক্রান্ত নথি ছাড়াও জরুরি অবস্থায় একাধিক ফ্রন্টে যুদ্ধের নীলনকশাও পাওয়া গিয়েছে তাঁর বাড়িতে। ২০২০ সালে প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হওয়ার পর এই অতি গুরুত্বপূর্ণ গোপন নথিই হোয়াইট হাউস থেকে নিয়ে গিয়েছিলেন ট্রাম্প। বিচারবিভাগের ৪৯ পাতার চার্জশিটে দাবি করা হয়েছে, ফ্লোরিডায় নিজের বাড়িতে ওই সমস্ত সরকারি নথি লুকিয়ে রেখেছিলেন ট্রাম্প। সব মিলিয়ে, ১৩ হাজার নথি উদ্ধার করা হয়েছে তাঁর প্রাসাদ থেকে।
আদালতের কাছে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, ফ্লোরিডায় নিজের বাসভবনে ওই সমস্ত সরকারি অতি গুরুত্বপূর্ণ নথিপত্র লুকিয়ে রেখেছিলেন ট্রাম্প (Ex President Donald Trump)। সবমিলিয়ে প্রায় ১৩ হাজার নথি তার প্রাসাদ থেকে উদ্ধার করা হয়েছে। ট্রাম্পের বাড়ির অফিস, বাথরুম এমনকী, শোয়ার ঘরের বিভিন্ন জায়গায় ওই সমস্ত অতি গুরুত্বপূর্ণ নথি লুকিয়ে রাখাছিল।
আমেরিকার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট পদে মেয়াদ শেষ হওয়ার পর কেউ কোনও সরকারি নথি আর ব্যক্তিগত হেফাজতে রাখতে পারেন না। ১৯৭৮ সাল থেকে এই নতুন আইন চালু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯৭৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট রির্চাড নিক্সন ইস্তফা দেওয়ার পর তাঁর আমলের বহু নথি নষ্ট করার চেষ্টা করেছিলেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই ওই আইন চালু করা হয়।

আরও পড়ুন- অ্যামাজনের জঙ্গলে ৪০ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার চার খুদে

Latest article