প্রতিবেদন : উত্তর-পূর্ব ভারতে প্রথম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হল জেরিয়াট্রিক মেডিসিন বিভাগ। এই বিভাগে প্রবীণ নাগরিকদের বার্ধক্যজনিত সমস্ত রোগের চিকিৎসা হবে। বিশেষ এই বিভাগের দায়িত্বে রয়েছেন ডাঃ অরুণাংশু তালুকদার। শনিবার এই বিভাগের সূচনা হয়।
আরও পড়ুন-গান্ধীর খুনির প্রশংসা বিজেপি মন্ত্রীর মুখে
পুরো বিভাগ ঘুরে দেখেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায়। ছিলেন অধ্যাপক ডাঃ ইন্দ্রনীল বিশ্বাস, উপাধ্যক্ষ ডাঃ প্রফেসর অঞ্জন অধিকারী, ডিন ডাঃ প্রফেসর মানব নন্দী, বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ অরুণাংশু তালুকদার। তিনি জানান, প্রবীণ নাগরিকদের চিকিৎসার জন্য জেরিয়াট্রিক মেডিসিন বিভাগে থাকছে উন্নত পরিষেবা। আইসিসিইউ, এইচডিইউ(হাই ডিপেন্ডেন্সি ইউনিট) বিভাগ। এক কথায়, গুরুতর অসুস্থ রোগীদের জন্য নির্মিত অত্যাধুনিক বিশেষ ওয়ার্ড। মহিলা এবং পুরুষদের জন্য থাকছে মোট দশটি শয্যা। বিভাগীয় প্রধান বলেন, প্রবীণ নাগরিকদের বিভিন্ন শারীরিক অসুবিধা হয়। এক-একটি রোগের জন্য তাঁদের এক-এক চিকিৎসাকেন্দ্রে যেতে হয়। এক্ষেত্রে তাঁদের হয়রানি লাঘব করতেই এই অত্যাধুনিক ব্যবস্থা, যেখানে প্রবীণ নাগরিকরা এক ছাদের নিচেই পাবেন সমস্ত রোগের সঠিক চিকিৎসা।