গান্ধীর খুনির প্রশংসা বিজেপি মন্ত্রীর মুখে

উল্লেখ্য, কিছুদিন আগেই এনসিইআরটি তাদের পাঠ্যক্রম থেকে গান্ধী হত্যার প্রসঙ্গটিও বাদ দিয়েছিল। যা নিয়ে গোটা দেশ বিতর্ক তৈরি হয়।

Must read

প্রতিবেদন: গান্ধী হত্যাকারী নাথুরাম গডসেকে ভারতের সুপুত্র বলে মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। ইতিমধ্যেই গিরিরাজের এই বিতর্কিত মন্তব্য নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় বইছে। সকলেই দাবি করছেন, এ ধরনের বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যের জন্য গিরিরাজকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন গডসে। সেই গডসেকে চরম ভক্তি করে বিজেপি ও সংঘ পরিবার। বিজেপি যে গডসের প্রতি কতটা শ্রদ্ধাশীল ফের তার প্রমাণ মিলল কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজের কথায়। এর আগে গান্ধীর খুনিকে চরম দেশভক্ত বলেছিলেন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা।

আরও পড়ুন-রেলের গতিই এখন কেন্দ্রের অগ্রাধিকার!

উল্লেখ্য, কিছুদিন আগেই এনসিইআরটি তাদের পাঠ্যক্রম থেকে গান্ধী হত্যার প্রসঙ্গটিও বাদ দিয়েছিল। যা নিয়ে গোটা দেশ বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে মোদি সরকারের নির্দেশে ইতিহাস বিকৃত করা হচ্ছে। ছত্তিশগড় দান্তেওড়ায় গিরিরাজ বলেন, যাঁরা নিজেদের বাবর ও ঔরঙ্গজেবের বংশধর বলেন তাঁরা কখনওই ভারত মাতার সত্যিকারের সন্তান হতেই পারেন না। বাবর, ঔরঙ্গজেব হানাদার ছাড়া কিছু নয়। মানছি, গান্ধীকে খুন করেছিলেন গডসে। কিন্তু তবুও বলতে হয় উনি ভারতের গর্ব। কারণ উনি ভারতেই জন্মেছিলেন। গিরিরাজের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই গোটা দেশ জুড়ে নিন্দারে ঝড় উঠেছে। সকলেই বলছেন, একজন দায়িত্ববান কেন্দ্রীয় মন্ত্রীর মুখে এ ধরনের গডসে-প্রশংসা শোভা পায় না। তাঁর উচিত এ ধরনের মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া।

আরও পড়ুন-কাল ভারতের সামনে ভানুয়াতু, নতুনদের প্রেরণা ছাংতে : স্টিমাচ

মন্ত্রী নিজেও স্বীকার করেছেন নাথুরাম একজন খুনি। তারপরও তিনি কীভাবে একজন খুনিকে সুপুত্র বলে মন্তব্য করেন? মন্ত্রী কি দেশের আইনকানুন ভুলে গিয়েছেন? একজন মন্ত্রী যদি এ ধরনের মন্তব্য করেন, তবে স্বাভাবিকভাবেই দেশের অপরাধীরা আরও সাহস পাবে। দুষ্কর্ম ঘটাতে তারা দ্বিতীয়বার ভাববে না। উল্লেখ্য, গত সপ্তাহেই টিপু সুলতান, ঔরঙ্গজেবের কৃতিত্ব উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করা হয়েছিল। যা নিয়ে মহারাষ্ট্রের কোলাপুরে চরম উত্তেজনা ছড়ায়।

Latest article