কাল ভারতের সামনে ভানুয়াতু, নতুনদের প্রেরণা ছাংতে : স্টিমাচ

২০১৯ সালে আন্তঃমহাদেশীয় কাপেই জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছিলেন। ছাংতে মনে করছেন, জীবনের বৃত্ত সম্পূর্ণ হল।

Must read

ভুবনেশ্বর, ১০ জুন : আন্তঃমহাদেশীয় কাপের প্রথম ম্যাচে দুর্বল মঙ্গোলিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে না পারলেও দলের পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ। বিশেষ করে দুই গোলদাতা সাহাল আব্দুল সামাদ ও লালিয়ানজুয়ালা ছাংতেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন জাতীয় দলের ক্রোয়েশীয় কোচ। স্টিমাচ বলছেন, ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা ছাংতে।

আরও পড়ুন-অভ্যন্তরীণ দূষণ

ছাংতের ২৬তম জন্মদিন ছিল বৃহস্পতিবার। দুর্দান্ত খেলে গোল করে পরের দিনই ম্যাচের সেরার পুরস্কার। চার বছর পর আন্তর্জাতিক ম্যাচে গোল পেলেন মিজো উইঙ্গার। ২০১৯ সালে আন্তঃমহাদেশীয় কাপেই জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছিলেন। ছাংতে মনে করছেন, জীবনের বৃত্ত সম্পূর্ণ হল। বলেছেন, ‘‘দারুণ অনুভূতি হচ্ছে ফের জাতীয় দলে ফিরে স্কোরারের তালিকায় নাম তুলতে পেরে। তবে আমরা আরও ভাল করতে পারতাম। ভারতীয় দলের হয়ে এই পারফরম্যান্স ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ।’’ ছাংতেকে নিয়ে উচ্ছ্বসিত স্টিমাচ বলেন, ‘‘প্রতিদিন কঠোর পরিশ্রম করে ছাংতে। ওর উপর একটা সিনেমা করা যায়। ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হতে পারে ছাংতে।’’

আরও পড়ুন-অন্দরমহলের তিনকাহন

আর এক গোলদাতা সামাদ যেভাবে প্রথম একাদশে খেলার সুযোগ কাজে লাগিয়েছেন, তাতেও খুশি জাতীয় কোচ। সোমবার দ্বিতীয় ম্যাচে সামনে ওশেনিয়া মহাদেশের ভানুয়াতু। স্টিমাচ বলেছেন, ‘‘প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে আমরা খুশি। আমরা কোনও গোল হজম করিনি। ক্লিন শিট রেখে জিতেছি। পাস খেলেছি, সুযোগ তৈরি করেছি এবং আমরা গোল করেছি। আমি দুঃখিত, দল আরও বড় ব্যবধানে জয়ের সুযোগ হাতছাড়া করেছে বলে।’’

Latest article