নয়াদিল্লি: দিল্লির আমলাদের প্রশাসনিক নিয়ন্ত্রণ নিয়ে কেন্দ্রীয় সরকারের জারি করা অর্ডিন্যান্সের বিরুদ্ধে রবিবার আপের জনসভা থেকে অন্য রাজ্যগুলিকেও সতর্কবার্তা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। তাঁর অভিযোগ, দিল্লি থেকে শুরু হয়েছে, ভবিষ্যতে অন্যান্য রাজ্যেও একই অর্ডিন্যান্স আনবে মোদি সরকার। দিল্লির প্রশাসনে আমলাদের নিয়ন্ত্রণ নিয়ে অর্ডিন্যান্সের বিরোধিতা করে দেশের বিভিন্ন দলের সমর্থন চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান উপস্থিত ছিলেন রামলীলা ময়দানে এদিনের সমাবেশে। মহাসমাবেশ থেকে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের ওপর জোর দেন কেজরিওয়াল (Delhi CM Arvind Kejriwal)। বলেন, ২০২৪ সালে মোদি জিতলে পুতিন হয়ে যাবেন। দেশে আর নির্বাচন বলে কিছু থাকবে না। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দেগে কেজরি বলেন, এটি ডবল ইঞ্জিন নয়, ডবল ব্যারেলের সরকার। একটি ব্যারেল ইডি এবং অপরটি সিবিআই। কেন্দ্র চায়, আমলারা দিল্লি চালাবেন এবং মুখ্যমন্ত্রীর হাতে কোনও ক্ষমতা থাকবে না। এটা কী ধরনের ইয়ার্কি? আমি মোদিজিকে আমার মন কি বাত জানাতে চাই। মানুষ আপনাকে পছন্দ করে না। অনেক হয়েছে, আপনি ধনীদের প্রধানমন্ত্রী। এবার আপনার যাওয়ার সময় হয়েছে।