বৃহস্পতিবার গুজরাত উপকূলে আছড়ে পড়বে বিপর্যয়

Must read

প্রতিবেদন : শক্তিশালী থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয় (Cyclone Biparjoy)। রবিবার মৌসম ভবন জানিয়েছে, এদিন ভোরে এই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী হয়ে দ্রুতগতিতে স্থলভাগের দিকে ছুটে আসছে। পাশাপাশি গুজরাত-সহ দেশের পশ্চিম উপকূলবর্তী রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। এদিন মৌসম ভবন জানিয়েছে, ১৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার ভূপৃষ্ঠে আছড়ে পড়বে বিপর্যয়। গুজরাতের কচ্ছ এবং সৌরাষ্ট্র উপকূলের সংলগ্ন এলাকা এবং পাকিস্তানের করাচিতে এই ঘূর্ণিঝড়ের (Cyclone Biparjoy) ল্যান্ডফল হবে। যার ফলে গুজরাতের কচ্ছ ও পাকিস্তানের করাচিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে গুজরাতের পোরবন্দর থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের ওপর অবস্থান করছে বিপর্যয়। মৌসম ভবনের পূর্বাভাস, শেষ ২৪ ঘণ্টায় বড় মাপের শক্তি সঞ্চয় করেছে বিপর্যয়। তীব্র সাইক্লোন হিসাবেই ভূপৃষ্ঠে আছড়ে পড়বে বিপর্যয়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লন্ডভন্ড অবস্থা হতে পারে করাচির। ইতিমধ্যেই পাকিস্তান সরকার সেখানে লাল সতর্কতা জারি করেছে। তবে শুধু করাচি নয়, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাতের কাছে মান্ডবিতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গুজরাত, গোয়া, মহারাষ্ট্র ও কর্নাটকেও এই ঘূর্ণিঝড়ের বড় মাপের প্রভাব পড়বে। এই রাজ্যগুলিতে ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার বেগে বইবে ঝড়। ল্যান্ডফলের সময় এই ঝড়ের গতিবেগ ১৭০ কিলোমিটারও ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- মোদি হঠানোর ডাক, বিরোধী জোটের কথা বললেন কেজরিওয়াল

Latest article