কলকাতা হাইকোর্ট (Kolkata Highcourt) পঞ্চায়েত (Panchayat) মামলায় রায় ঘোষণা করল । প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে এই মামলা চলছিল। শুনানি শেষে রাজ্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর কোন হস্তক্ষেপ করল না হাইকোর্ট। কমিশনের বিজ্ঞপ্তি শেষ পর্যন্ত বহাল রাখা হল। মনোনয়নের দিন বা সময়সীমা বাড়ানো হবে কি না, সেটা কমিশনের ওপরেই ছেড়ে দিল আদালত।
আরও পড়ুন-‘আজ আমি আদ্যাপীঠে এসেছি আমার মাকে স্মরণ করে’ আদ্যাপীঠ দর্শনে মুখ্যমন্ত্রী
রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে একপ্রকার গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। বাড়ছে না মনোনয়ন জমা দেয়ার সময়সীমা। রাজ্য নির্বাচন কমিশনের উপরই দায়িত্ব ছাড়ল আদালত।
তবে মনোনয়নে হস্তক্ষেপ না করলেও, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল আদালত। আদালত এই বিষয়ে জানিয়েছে, শুধু রাজ্য পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী নামাতে হবে। স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল হাইকোর্ট।
আরও পড়ুন-বাংলায় ২ কোটি ২৩ লক্ষ শিশুর হাম-রুবেলার সফল টিকাকরণ, স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে স্পর্শকাতর এলাকায় পঞ্চায়েতে ভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে রাজ্য পুলিশের সংখ্যা কম, সেখানেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালত এই বিষয়ে জানিয়েছে স্পর্শকাতর জেলায় ধাপে ধাপে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আদালত আরও জানিয়েছে, সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ভোটের কাজ করানো যাবে না। নির্ধারিত কাজের গণ্ডিতেই থাকতে হবে তাঁদের। ভোটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কমিশনকেই ।