কাঁপল দিল্লি-সহ গোটা উত্তর ভারত, উৎসস্থল কাশ্মীর

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই নিয়ে জানিয়েছে, মঙ্গলবার ভোর ২টো বেজে ৫৩ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়েছিল।

Must read

আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুরে প্রায় ১০ সেকেন্ড ধরে কাঁপল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের একটা অংশ। জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রামের কাছে একটি ৫.৪ মাত্রার ভূমিকম্প (earthquake) হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার বা ইএমএসসি (EMSC)-র তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭।

আরও পড়ুন-কমিশনের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না হাইকোর্ট

জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎস হয়েছে। দিল্লি ছাড়া পঞ্জাব, হিমাচল প্রদেশ, হরিয়ানা, সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে এই কম্পন অনুভূত হয়েছে। আজ দুপুর দেড়টা নাগাদ এই ভূমিকম্প হয়। প্রায় ১০ সেকেন্ড ধরে কম্পন চলে কিন্তু কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মাটি থেকে ৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প হয়েছে। ক্ষয়ক্ষতি অনেকটা সেই কারণেই কম হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি টুইট করে এই বিষয়ে জানিয়েছে, “৫.৪ মাত্রার ভূমিকম্পটি জম্মু ও কাশ্মীরের ডোডায় মাটির ৬ কিলোমিটার গভীরে আঘাত করেছে। পাকিস্তানের লাহোর এবং চিনের কিছু অংশে কম্পন অনুভূত হয়েছে বলে।’

আরও পড়ুন-‘আজ আমি আদ্যাপীঠে এসেছি আমার মাকে স্মরণ করে’ আদ্যাপীঠ দর্শনে মুখ্যমন্ত্রী

এই ঘটনার জেরে আতঙ্কিত দিল্লি সহ বেশ কিছু এলাকার বাসিন্দারা। যদিও গত সপ্তাহের ভূমিকম্পের থেকে এদিনের কম্পনের তীব্রতা অনেক বেশি ছিল। মঙ্গলবার সকালে মায়ানমারে আরেকটি ৩.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই নিয়ে জানিয়েছে, মঙ্গলবার ভোর ২টো বেজে ৫৩ মিনিটে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়েছিল।

Latest article