সংবাদদাতা, শান্তিনিকেতন : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কীর্তিকাহিনির শেষ নেই। দেশের অন্যতম নামী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে একজন অতিথিশিক্ষকের ক্লাসপিছু প্রাপ্তি মাত্র দেড়শো টাকা! তাদের ওয়েবসাইটে এমন বিজ্ঞাপনের দেখা মিলেছে। শিক্ষাসত্র বিভাগে উইভিং বিভাগে একজন অতিথিশিক্ষক নেওয়া হবে। সর্বোচ্চ মাসিক বেতন ১২ হাজার। তাঁকে ৮০টি ক্লাস নিতে হবে। অর্থাৎ ক্লাসপিছু ১৫০ টাকা মজুরি পাবেন। এত কম বেতন পরিকাঠামো পশ্চিমবঙ্গে কোথাও নেই।
এখানে নগরকেন্দ্রিক কর্মসংস্থান প্রকল্পের আওতায় অদক্ষ শ্রমিকদেরও দৈনিক বেতন ১৪৪ টাকা থেকে বেড়ে হয়েছে ২০২ টাকা। স্বল্পদক্ষ শ্রমিকরা দিনে পান ৩০৩ টাকা এবং নতুন সৃষ্টি করা দক্ষ শ্রমিকরা ৪০০ টাকা। অথচ একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এক অতিথিশিক্ষকের এমন বেতনহার দেখে নিন্দার ঝড় বিভিন্ন মহলে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাঁচ বছরের ডিপ্লোমা বা বিএফএ ডিগ্রি। পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশনে সম্যক জ্ঞান। আবেদনের শেষ তারিখ ২২ জুন। নেওয়া হবে ইন্টারভিউয়ের ভিত্তিতে। জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, শিক্ষাসত্রে আগেও এইভাবেই নিয়োগ হয়েছে। এগুলো সংশ্লিষ্ট বিভাগের গাইডলাইন মেনেই হয়ে থাকে।