বারাকপুরের জওয়ানের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের, সেনাবাহিনীতে দুই পাক গুপ্তচর

অভিযোগ উঠেছে, বারাকপুর সেনা ছাউনিতে কর্মরত জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার পাকিস্তান থেকে এসে ভারতীয় সেনায় যোগ দিয়েছেন

Must read

প্রতিবেদন : ভারতীয় সেনাবাহিনীতে (Indian army) পাকিস্তান থেকে আসা লোক কাজ করছে। নাগরিকত্ব এড়িয়ে তাঁদের নিয়োগ করা হচ্ছে। সেনা নিয়োগে দুর্নীতিচক্রের অভিযোগ তুলে মামলা উঠল কলকাতা হাইকোর্টে। অভিযোগ উঠেছে, বারাকপুর সেনা ছাউনিতে কর্মরত জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার পাকিস্তান থেকে এসে ভারতীয় সেনায় যোগ দিয়েছেন।

আরও পড়ুন-বিশ্বভারতীতে অতিথিশিক্ষক বেতন ১৫০ টাকা

সরকারি পরীক্ষার মাধ্যমে এঁদের নিয়োগ হয়েছে। সেই পরীক্ষার জন্য প্রয়োজনীয় নথিপত্র জাল করে চাকরি পেয়েছেন তাঁরা। এর নেপথ্যে বড়সড় চক্র রয়েছে বলে দাবি মামলাকারীর। নাগরিকত্ব এড়িয়ে কীভাবে এই নিয়োগ হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। সেনা নিয়োগে দুর্নীতিচক্রের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দায়ের করা এই মামলার মঙ্গলবার শুনানি হল বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে। তাঁর মতে, দেশের নিরাপত্তার প্রেক্ষিতে এই অভিযোগ অত্যন্ত গুরুতর।

আরও পড়ুন-মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে টাস্ক ফোর্সের জরুরি বৈঠক, সবুজ বাজি তৈরির জন্য ৯০ শতাংশ খরচ দেবে রাজ্য সরকার

এই নিয়োগের নেপথ্যে পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হাত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিচারপতি। অভিযোগ শোনার পরই বিচারপতি মান্থা বলেন, ‘‘মারাত্মক অভিযোগ, দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।’’ সিবিআই, জিওসি ইস্টার্ন কমান্ড ও মিলিটারি পুলিশকে মামলার পার্টি করার নির্দেশ দেন তিনি। অবিলম্বে সিআইডি-কে অভিযোগ গ্রহণের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অভিযোগ, সেনাতে কর্মরত আধিকারিক ও প্রভাবশালী ব্যক্তিরা এর সঙ্গে যুক্ত।

Latest article