বাংলায় বিদ্যুতের দাম অনেক কম

পশ্চিমবঙ্গে বিদ্যুতের ঘাটতি কোনও নেই। বিদ্যুতের যে বিভ্রাট হচ্ছে তা প্রাকৃতিক দুর্যোগের জন্য বলে দাবি বিদ্যুৎমন্ত্রীর।

Must read

প্রতিবেদন : কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ে জবাবে পাটকেল খেল বিজেপি। বিদ্যুতের দাম নিয়ে রাজ্য সরকারকে বিঁধতে গিয়ে মুখের মতো জবাব পেলেন বিরোধী দলনেতা। বিজেপি শাসিত একাধিক রাজ্যের বিদ্যুতের দামের পরিসংখ্যান তুলে ধরে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের চ্যালেঞ্জ, আগে নিজেদের রাজ্যে বিদ্যুতের দাম কমাক বিজেপি, তারপর এরাজ্যে বিদ্যুতের দাম নিয়ে প্রশ্ন তুলবেন।

আরও পড়ুন-বারাকপুরের জওয়ানের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের, সেনাবাহিনীতে দুই পাক গুপ্তচর

উদাহরণস্বরূপ বিদ্যুৎমন্ত্রী জানান, অসমে বিজেপি শাসিত রাজ্যে ইউনিট প্রতি বিদ্যুতের দর ৮ টাকা ১৪ পয়সা ও উত্তরপ্রদেশে বিদ্যুতের ইউনিট প্রতি দর ৭ টাকা ৫৪ পয়সা। সেখানে পশ্চিমবঙ্গে গোটা রাজ্যে ইউনিট প্রতি দর হল ৭ টাকা ১২ পয়সা। বিদ্যুৎমন্ত্রী দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত বিদ্যুতের সার্বিক উন্নয়নে ২৭ হাজার কোটি টাকা খরচ করেছে। সাগরদিঘিতে দুটি ৫০০ ও ৫০০ করে ইউনিট গড়ার পাশাপাশি সাগরদিঘিতে আরও একটি ৬৬০ মেগাওয়াটের ইউনিট প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন-মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে টাস্ক ফোর্সের জরুরি বৈঠক, সবুজ বাজি তৈরির জন্য ৯০ শতাংশ খরচ দেবে রাজ্য সরকার

রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জানান, সোমবার মেদিনীপুরের ডেবরাতে কালবৈশাখীর ঝড়ে তিনটি টাওয়ার পড়ে গিয়েছে এবং উত্তর দিনাজপুরে দুটি ১১ কেবির টাওয়ার ঝড়ে পড়ে গিয়েছে। পশ্চিমবঙ্গে বিদ্যুতের ঘাটতি কোনও নেই। বিদ্যুতের যে বিভ্রাট হচ্ছে তা প্রাকৃতিক দুর্যোগের জন্য বলে দাবি বিদ্যুৎমন্ত্রীর। একই সঙ্গে তিনি বিদ্যুৎকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, জল–ঝড় এবং ৪৫ অথবা ৪২ ডিগ্রি তাপমাত্রাতে বিদ্যুৎকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ রাখতে প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছেন।

Latest article