প্রতিবেদন : এখনও এক বছরও হয়নি, মহারাষ্ট্রে উদ্ধব শিবির থেকে বিধায়ক ভাঙিয়ে এনে রাজ্যে সরকার গড়েছে বিজেপি। এরই মধ্যে একনাথ শিন্ডে শিবিরের সঙ্গে বিজেপির কোন্দল চরমে উঠেছে। সম্প্রতি শিন্ডে শিবিরের দেওয়া একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে দুই দলের সম্পর্ক একেবারে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, মোদি ইন রাষ্ট্র, শিন্ডে ইন মহারাষ্ট্র। যার বাংলা করলে দাঁড়ায়, দেশে মোদি, মহারাষ্ট্র শিন্ডে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদে শিন্ডেই পাকাপাকিভাবে থাকবেন।
আরও পড়ুন-ইডি দিয়ে বিজেপির প্রতিহিংসা: স্ট্যালিন
যদিও বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ইতিমধ্যেই শিন্ডেকে সরিয়ে মুখ্যমন্ত্রী হতে উঠে পড়ে লেগেছেন। কিন্তু শিন্ডে শিবিরের তরফে দেওয়া এই বিজ্ঞাপন ফড়নবিশের সেই আশায় ছাই ফেলেছে। বিষয়টি মেনে নিতে রাজি নন ফড়নবিশ এবং তাঁর দল বিজেপি। যা নিয়ে ইতিমধ্যেই বিজেপি ও শিন্ডে শিবিরের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে।
আরও পড়ুন-বাংলায় বিদ্যুতের দাম অনেক কম
ওই বিজ্ঞাপনে আরও দাবি করা হয়েছে, উপমুখ্যমন্ত্রী ফড়নবিশের চেয়ে মুখ্যমন্ত্রী শিন্ডে জনপ্রিয়তায় অনেকটাই এগিয়ে। এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সমীক্ষার ভিত্তিতে এই দাবি করা হয়েছে। ওই সমীক্ষায় দেখা গিয়েছে, ২৬.১ শতাংশ রাজ্যবাসী শিন্ডেকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। সেখানে দেবেন্দ্রকে সমর্থন করছেন মাত্র ২৩ শতাংশ মানুষ।