আজ ‘বিশ্ব রক্তদাতা দিবস’। ‘গিভ লাইফ , গিভ প্লাজমা, শেয়ার লাইফ, শেয়ার অফেন’ এটাই আজ ১৪ জুন ‘ওয়ার্ল্ড ব্লাড ডোনার’ ডে বা ‘বিশ্ব রক্তদাতা দিবস’-এর থিম। ‘বিশ্ব রক্তদাতা দিবস’-এ (World Blood Donor Day) রক্তদান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এই মুহূর্তে জনসংযোগ যাত্রায় দক্ষিণ ২৪ পরগণায় রয়েছেন অভিষেক। এদিন জয়নগরে একটি রক্তদান শিবির (World Blood Donor Day) চলছিল। ওই শিবির পরিদর্শনে গিয়েছিলেন দলের ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানে গিয়ে তিনি সিদ্ধান্ত নেন রক্তদান করার। নিয়ম মেনে হয় হেল্থ চেকআপ। প্রায় মিনিট পনেরোর মধ্যে তাঁর রক্তদান সম্পূর্ণ হয়।
সোশ্যাল মিডিয়ায় অভিষেক (Abhishek Banerjee) জানান, “রক্তদান, মহৎ দান! এই মহৎ কার্যের শরিক হতে পেরে আজ নিজেকে কৃতার্থ মনে করছি। আমার সঙ্গে সঙ্গে যাঁরা আজ নিজেদের রক্তদান করলেন তাঁদের সকলকে আমার শত কোটি প্রণাম!”