বার্সেলোনার স্বীকৃতির দিনেই ইস্টবেঙ্গলে নিশু

Must read

প্রতিবেদন : দীর্ঘদিন ক্লাবের ক্যাবিনেটে ঢোকেনি কোনও বড় ট্রফি। আইএসএলে প্রথম তিন মরশুমে শুধুই ব্যর্থতার ছবি। লগ্নিকারী থাকলেও ক্লাবকে স্বনির্ভর করতে ক্রাউড ফান্ডিংকে হাতিয়ার করে জেলায় জেলায় ঘুরছেন ইস্টবেঙ্গল কর্তারা। এই পরিস্থিতিতে লাল-হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাল লিওনেল মেসির প্রাক্তন ক্লাব। বার্সেলোনার ফেসবুক রিলসে বিশ্বসেরা ক্লাবগুলির সমাবেশের মধ্যে স্থান পেয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের লোগো। নামী ক্লাবগুলির মধ্যে বায়ার্ন মিউনিখ, ম্যাঞ্চেস্টার সিটি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ডের পাশে লাল-হলুদের উপস্থিতি দেখে উচ্ছ্বসিত সমর্থকরা।
তাঁদের কেউ লিখেছেন, ‘‘লাল-হলুদ জগৎময়। বিশ্বসেরাদের মাঝে আমরা। ভারত থেকে অনেক ভালবাসা রইল।’’ আবার অনেকে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে কটাক্ষ করতেও ছাড়েননি। তাঁরা লিখেছেন, ‘‘এই পোস্টে তো সবুজ-মেরুনকে খুঁজে পেলাম না!’’ সদস্য-সমর্থকদের খুশির দিনে নতুন মরশুমের দলগঠনের কাজ আরও এগিয়ে নিল ইস্টবেঙ্গল। কেরালা ব্লাস্টার্স থেকে এক বছরের লোন চুক্তিতে লেফট ব্যাক নিশু কুমারকে (Nishu Kumar) দলে নিল ক্লাব। কোচ কার্লেস কুয়াদ্রাতের অধীনেই ২০১৮-১৯ মরশুমে বেঙ্গালুরু এফসি-র হয়ে আইএসএল জিতেছেন নিশু। কোচ কুয়াদ্রাত লেফট ব্যাকে একজন অভিজ্ঞ ফুটবলার চেয়েছিলেন। নিশুর সংযোজন এই জায়গাটা ভরাট করল। ক্লাবের তরফে বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নিশুর গুণমান, অভিজ্ঞতা, বহুমুখিতা দলকে সাহায্য করবে।’’ নিশু (Nishu Kumar) বলেছেন, ‘‘ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত। কার্লেসের কোচিংয়ে ফের খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’ এদিকে, শুক্রবার ক্লাবের কর্মসমিতির সদস্যরা সম্মিলিতভাবে ১২ লক্ষ টাকা ক্লাবের ‘ক্রাউড ফান্ডিং’ প্রকল্পে তুলে দিয়েছেন। এছাড়াও ১২টি দলকে নিয়ে ‘উত্তরবঙ্গ কাপ’ আয়োজনের প্রস্তাব দিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- ‘বিশ্ব রক্তদাতা দিবস’-এ রক্তদান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Latest article