প্রতিবেদন : ফের প্রতিহিংসার রাজনীতি। দীর্ঘ ১৮ ঘণ্টা জেরার পর শেষ পর্যন্ত এবার তামিলনাড়ুর বিদ্যুৎ মন্ত্রী ভি সেন্থিল বালাজিকে (V Senthil Balaji) গ্রেফতার করল ইডি (ED)। জেরা চলাকালীন বালাজি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বারবার বুকে প্রবল ব্যথা হওয়ার কথা জানালেও সে কথায় কর্ণপাত করেননি তাঁরা। বরং ইডির তদন্তকারীরা মন্ত্রীর উপর প্রবল মানসিক চাপ সৃষ্টি করেন। যা থেকে স্পষ্ট হয়ে গিয়েছে যে, মোদি সরকারের অঙ্গুলি হেলনেই রাজনৈতিক উদ্দেশ্যে এই জেরা। অভিযোগ উঠেছে, জেরা চলাকালীন মন্ত্রীকে শৌচাগারে যাওয়ারও অনুমতি দেওয়া হয়নি।
আরও পড়ুন- ট্যুইটারের থেকে তথ্য চাওয়ায় শীর্ষে ভারত, দাবি সাকেতের
ইডির এ ধরনের অমানবিক ও প্রতিহিংসার আচরণের প্রতিবাদ উঠেছে দেশজুড়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বালাজির (V Senthil Balaji) পাশে দাঁড়িয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যেভাবে একজন মন্ত্রীর বাড়ি ও সচিবালয়ে তল্লাশি চালানো হয়েছে সেটা মেনে নেওয়া যায় না। আসলে ক্ষমতা হারানোর আগে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। মানুষ এর জবাব দেবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেছেন মোদি সরকার বিরোধীদের বিরুদ্ধে এভাবেই কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগাচ্ছে। আসলে পাটনায় বিরোধীদের বৈঠকের আগে বিজেপি বিরোধী নেতাদের ভয় দেখাতে চাইছে। বুধবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিরোধীদের ভয় দেখাতে চাইছে। কিন্তু ডিএমকে ভয় পায় না। বিজেপির চাপের কাছে ডিএমকে মাথা নত করবে না। বুকে ব্যথা হচ্ছে এ কথা বারবার বলার পরেও ইডি যেভাবে বালাজিকে জিজ্ঞাসাবাদ করে গিয়েছে তা নিতান্তই অমানবিক। বিজেপি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিতে চাইছে। এই গ্রেফতারির নিন্দা করেছেন আপ নেতা কেজরিওয়ালও। ইডির এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং মানসিক চাপের কারণেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। বুধবার সকালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তখনই জানা যায়, তাঁর হৃদযন্ত্রের অবস্থা অত্যন্ত জটিল। চিকিৎসকরা অবিলম্বে বালাজিকে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন। বালাজিকে ২৮ জুন পর্যন্ত বিচারবিভাগীয় এজলাসে রাখার নির্দেশ দেয় আদালত।