বিপর্যয়ের জেরে কাঁপছে গুজরাত, একাধিক রাজ্যে সতর্কতা জারি

Must read

প্রতিবেদন : শক্তি বাড়িয়ে ইতিমধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বিপর্যয় (Cyclone Biparjoy)। পূর্ণ গতিতে ছুটে আসছে গুজরাত ও পাকিস্তানের মধ্যবর্তী উপকূলের দিকে। ইতিমধ্যেই গুজরাত ও মহারাষ্ট্রের কিছু এলাকায় বৃহস্পতিবার থেকে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। এদিন মৌসম ভবন জানিয়েছে, স্থলভাগে প্রবেশের পর বিপর্যয় ক্রমশ উত্তর দিকে অগ্রসর হবে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গুজরাত-সহ দেশের পশ্চিম উপকূলে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে আরব সাগর। শুরু হয়েছে অতিভারী বৃষ্টি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুজরাত উপকূলবর্তী এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একাধিক এলাকায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এদিন মৌসম ভবন আরও জানিয়েছে, বিপর্যয়ের (Cyclone Biparjoy) জেরে গুজরাতের দ্বারকা, পোরবন্দর, কচ্ছ, জামনগর, রাজকোটে বড় ধরনের ক্ষতি হতে পারে। ঝড়ের দাপটে কাঁচা বাড়িগুলির পক্ষে টিকে থাকা অত্যন্ত কঠিন। বিপর্যয় ল্যান্ডফল করার আগেই ইতিমধ্যে প্রবল হাওয়ার কারণে একাধিক বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি উপড়ে পড়েছে। ফলে গুজরাত ও মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ ও টেলি যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। উপড়ে পড়েছে বহু গাছ। ইতিমধ্যেই সৌরাষ্ট্র, দ্বারকা এবং কচ্ছে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন।

আরও পড়ুন- ট্যুইটারের থেকে তথ্য চাওয়ায় শীর্ষে ভারত, দাবি সাকেতের

Latest article