সংবাদদাতা, ঝাড়গ্রাম : ব্যথাহীন স্বাভাবিক প্রসবে নজির গড়ল জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় অবস্থিত নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। সূত্রের খবর, বুধবার দুপুরে নয়াগ্রাম ব্লকের কলমাপুকুরিয়া এলাকার বাসিন্দা ঋতু দণ্ডপাঠ (৩৬) প্রসব বেদনা নিয়ে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুন-ঠাকুরবাড়ির এক স্বশিক্ষিত চিত্রশিল্পী
তাঁর ইউএসজি ও শিশুর হার্ট রেট দেখে ‘এপিডুরাল অ্যানাস্থেসিয়া’ দেওয়ার সিদ্ধান্ত নেন সেখানকার চিকিৎসক। এই পদ্ধতিতে মহিলাকে হাঁটিয়েও সন্তান প্রসব করানো যায়। অ্যানাস্থেটিস্ট বিকাশ গৌরব ও প্রসূতি বিশেষজ্ঞ শিবশঙ্কর বর্মনের উপস্থিতিতে ওই মহিলাকে ‘এপিডুরাল অ্যানাস্থেসিয়া’ দেওয়া হয়। স্বাভাবিকভাবে পুত্রসন্তান প্রসব করেন তিনি। মা ও ছেলে এখন সুস্থ রয়েছেন। নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার দেবাশিস মাহাত বলেন, ‘ঝাড়গ্রাম জেলায় এই প্রথম এপিডুরাল অ্যানাস্থেসিয়ার মাধ্যমে ব্যথাহীন স্বাভাবিক প্রসব হল। আগামী দিনেও এভাবে অ্যানাস্থেসিয়া দিয়ে স্বাভাবিক প্রসব করানো হবে।’ খুশি বধূর পরিবার-সহ এলাকার মানুষজন।