ডাবগ্রাম ফুলবাড়িতে এখনই উড়ছে আবির

বাম বিজেপি বা বিরোধীদের কোনও সংগঠনই নেই। ফলে না করতে পেরেছে প্রচার, না দিতে পেরেছে প্রার্থী। ফলে তৃণমূল কংগ্রেস ওয়াকওভার পেয়ে গেল সহজেই

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : ডাবগ্রাম ফুলবাড়িতে উড়ছে সবুজ আবির। জয়ের আনন্দে মেতেছেন তৃণমূল কর্মীরা। মনোনয়ন দাখিল শেষ হতেই ডাবগ্রাম এক অঞ্চলের দুই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হাসিল করছে তৃনমূলের দুই প্রার্থী। এই দুই আসনে প্রার্থীই দিতে পারেনি বাম, বিজেপি বা অন্য দল। শিলিগুড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার অধীন ডাবগ্রাম ফুলবাড়ির পঞ্চায়েত নির্বাচনের আগেই খুশি নেতা-নেত্রীরা। বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সেদিনই উড়ল তৃণমূলের জয়ধ্বনি।

আরও পড়ুন-ব্যথাহীন স্বাভাবিক প্রসবে নজির জঙ্গলমহলের হাসপাতালের

ফুলবাড়ির ডাবগ্রাম একের চমকডাঙি ১৯/১ পার্টের চমকডাঙি ও তরিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৯/৬ গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হতে চলেছেন তৃনমূল প্রার্থী। চমকডাঙি ১৯/১পার্ট এর চমকডাঙির তৃণমূল প্রার্থী ডামা শেরপা এবং তরিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১৯/৬ গ্রাম পঞ্চায়েতের যশোদা সুনওয়ার। অন্য দলের প্রার্থী ছিল না তাই জয়ের উল্লাস নেমে আসে মনোনয়ন পেশের শেষ দিনে। চমকডাঙ্গিতে তৃণমূলের মণিকা শর্মা প্রধান হিসেবে প্রচুর উন্নয়ন করেছেন। তার জেরেই ওই এলাকা প্রায় বিরোধীশূন্য। ২০১৩ থেকে লালটঙ তৃণমূলের ঘর। বাম বিজেপি বা বিরোধীদের কোনও সংগঠনই নেই। ফলে না করতে পেরেছে প্রচার, না দিতে পেরেছে প্রার্থী। ফলে তৃণমূল কংগ্রেস ওয়াকওভার পেয়ে গেল সহজেই।

Latest article