নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : এতদিন ওপেন মার্কেট সেল বা খোলাবাজারে বিক্রি প্রকল্পের মাধ্যমে রাজ্যগুলিকে চাল এবং গম বিক্রি করত কেন্দ্রীয় সরকার। এবার থেকে সেই পদ্ধতিতে রাজ্যগুলিকে চাল এবং গম বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এই পদক্ষেপ হল রাজ্যগুলিকে ভাতে মারার চক্রান্ত। অনেক রাজ্যই এই পদ্ধতিতে শস্য নিয়ে গরিব মানুষের জন্য নানা প্রকল্প চালাত। এবার এই প্রকল্প বন্ধ করে দেওয়ার ফলে সেই পরিবেষাও ব্যাহত হবে। ওপেন মার্কেট সেল বন্ধ করে বিজেপি ও কেন্দ্রীয় সরকার দেশের মানুষকে ভাতে মারার চক্রান্ত করছে, অভিযোগ তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের।
আরও পড়ুন-মণিপুরে এবার কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আগুন, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, স্বীকার বিজেপি নেতার
ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ওপেন মার্কেট সেল প্রকল্পের আওতায় রাজ্যগুলিকে চাল এবং গম বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। একমাত্র যে সমস্ত রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, প্রাকৃতিক দুর্যোগে ব্যাপকভাবে ক্ষতি হয়েছে সেখানে এবং পাহাড়ি ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে এই প্রকল্প চালু থাকবে। সেক্ষেত্রে রাজ্যগুলিকে ৩,৪০০ টাকা প্রতি কুইন্টাল দরেই চাল এবং গম বিক্রি করা হবে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে কর্নাটকে জিতেছে কংগ্রেস। সেই রাজ্যে ভোট প্রচারের সময় বিজেপি সভাপতি জে পি নাড্ডা বলেছিলেন, বিজেপিকে ভোট না দিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ পাবে না কর্নাটক। ঘটনাচক্রে তারপরই এই সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের থেকে ৩,৪০০ টাকা কুইন্টাল প্রতি দরে ১৩,৮১৯ টন চাল চেয়েছিল কর্নাটক সরকার। তার মধ্যেই এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। কর্নাটক সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে, সুবিধা মিলবে না।
আরও পড়ুন-ঠাকুরবাড়ির এক স্বশিক্ষিত চিত্রশিল্পী
কর্নাটকে বিজেপির পরাজয়ের প্রতিশোধ নিতেই এই সিদ্ধান্ত বলে তোপ দেগেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মতে, ওপেন মার্কেট সেলের মাধ্যমে এফসিআই রাজ্যগুলিকে চাল এবং গম বিক্রি করত। এখন তা বন্ধ করে প্রান্তিক মানুষের উপর বদলা নিতে চায় কেন্দ্র৷