কিছুদিন আগেই ব্রিটেনের পার্লামেন্ট (Britain Parliament) থেকে পদত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন (Boris Johnson)। প্রধানমন্ত্রীর পদ যদিও আগেই ছাড়তে হয়েছিল। এবার সাংবাদিকতায় ফিরছেন জনসন। ব্রিটেনের পত্রিকা ডেইলি মেল তাঁকে কলামিস্ট হিসেবে নিয়োগ করেছে। তাদের তরফে জনসনকে একটি গাড়িও দেওয়া হচ্ছে ব্যবহারের জন্য।
আরও পড়ুন-ধর্ষক ও ধর্ষিতাকে সমঝোতা করার পরামর্শ বিচারপতির, গুজরাত হাইকোর্টের বেনজির প্রস্তাবে বিতর্ক সব মহলে
এখন থেকে প্রতি শনিবার ডেইলি মেলে জনসনের কলাম থাকবে । ডেইলি মেল এই বিষয়ে জানিয়েছে, ‘আপনি বরিস জনসনের ভক্ত হন বা না হন, ওয়েস্টমিনস্টারসহ (ব্রিটিশ পার্লামেন্ট) বিশ্বের লাখ লাখ মানুষকে তাঁর লেখা পড়তেই হবে।’
আরও পড়ুন-৩০ হাজার বাস-ট্যাক্সিতে জিপিএস
উল্লেখ্য গত ৯ জুন পার্লামেন্ট থেকে পদত্যাগ করেন জনসন। পার্টি গেইট কেলেঙ্কারির জেরে ২০২২ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়েছিল তাঁকে। জনসনের কেরিয়ার সাংবাদিকতা দিয়েই শুরু হয়। রাজনীতি আর সাংবাদিকতা একসঙ্গে চালিয়েছেন তিনি। আবার সেই সাংবাদিকতাতে ফিরে গেলেন জনসন।