প্রতিবেদন : রাজ্য সরকারের (West bengal Government) সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র এসএনটিসিএসএসসি থেকে ৯ জন পড়ুয়া ২০২২ সালের ইউপিএসসি আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সেই সফল পড়ুয়াদের শনিবার সংবর্ধনা দিল রাজ্য সরকার। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের সভাপতি সুরজিৎ কর পুরকায়স্থ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। স্টাডি সেন্টারের এই সাফল্য থেকে উৎসাহিত হয়ে সরকার জেলায় জেলায় সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার উপরে জোর দিচ্ছে। এজন্য প্রত্যেক জেলাশাসককে জেলার আইএএস, আইপিএস, আইএফওএস, ডব্লুবিসিএস এবং ডব্লুবিপিএস আধিকারিকদের নিয়ে একটি দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই দলের সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখে সিভিল সার্ভিসের প্রশিক্ষণ দেওয়ার উপযুক্ত প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করবেন। যেখানে পড়ুয়াদের কেন্দ্র ও রাজ্য (West bengal Government) স্তরের সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং উত্সাহ দেওয়া সম্ভব।
আরও পড়ুন- পঞ্চায়েত নির্বাচন মিটলেই বকেয়া আদায়ে দিল্লি গিয়ে আন্দোলন