শাসন বামহীন জয় তৃণমূলের

Must read

সংবাদদাতা, বারাসত : শাসন (Shasan- TMC) এবার সিপিএম হীন। যে শাসন একদা সিপিএমের শক্ত ঘাঁটি ছিল, সেখানে প্রার্থী খুঁজেই পেল না সিপিএম। একই অবস্থা কংগ্রেস ও বিজেপির। বিরোধীরা প্রার্থী দিতে না পারায় ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। মনোনয়ন জমা দিতে তৃণমূলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা সত্ত্বেও বারাসত ২ নম্বর ব্লকের শাসন গ্রাম পঞ্চায়েত কোনও বিরোধী রাজনৈতিক দল মনোনয়ন জমা দিতে পারেনি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই মনোনয়ন জমা দেওয়ায় শাসন গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস (Shasan- TMC)। শাসন গ্রাম পঞ্চায়েতের ২৯টি আসনের একটিতেও বিরোধীরা কোনও প্রার্থীই পায়নি। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির ৩টি আসনেও বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। ফলে এককভাবে জয় পেল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ও সমিতিতে জয় পাওয়ায় তৃণমূল কর্মীদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের দাবি, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো মনোনয়ন দেওয়ার জন্য আমরা বিরোধীদের উৎসাহিত করেছিলাম। তা সত্ত্বেও বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি। আসলে এলাকার মানুষ শাসনে সিপিএমের অত্যাচার দেখেছে। তৃণমূল ক্ষমতায় আসার পর এখন সব শান্ত। এছাড়াও মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়ন করেছেন তাতে মানুষ তৃণমূলকেই চাইছে। তাই কেউ বিরোধীদের হয়ে প্রার্থী হতে রাজি হয়নি। ফলে ভোটের আগেই তৃণমূল জয় পেয়ে গেল অনায়াসে।

আরও পড়ুন- রোগ নির্ণয়ে বরাদ্দ ১৬ কোটি

Latest article