নয়াদিল্লি : দেশে আগেই জনপ্রিয়তা খুইয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বিদেশের মাটিতেও মোদির প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ও অসন্তোষ ক্রমশই বাড়ছে। আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাচ্ছেন মোদি। মোদির এই সফরের সময় ওয়াশিংটনে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে আমেরিকার অধিকার রক্ষা সংগঠনগুলি। ভারতে যেভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমশই বাড়ছে এবং উগ্র হিন্দুত্ববাদ মাথা ছাড়া দিয়ে উঠছে। তার বিরুদ্ধেই এই প্রতিবাদ। ওয়াশিংটনের পাশাপাশি নিউইয়র্কেও একটি বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। যার শিরোনাম হাউডি ডেমোক্রেসি।
২০১৯ সালে টেক্সাসে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে মোদি (PM Narendra Modi) উপস্থিত ছিলেন। সেখানেই স্লোগান ছিল হাউডি মোদি। ওই অনুষ্ঠানের আদলেই হাউডি ডেমোক্রেসি নামে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ আগামী সপ্তাহে ওয়াশিংটনে গুজরাত দাঙ্গা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রটি দেখানোর ব্যবস্থা করেছে। জানা গিয়েছে, মানবাধিকার আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক সংগঠন ২২ জুন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ দেখাবে। ওই দিনই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদির দ্বিপাক্ষিক বৈঠক। মানবাধিকার সংগঠনগুলির সাফ কথা, ক্ষমতায় এসেই মোদি সরকার ধর্মীয় সংখ্যালঘু, ভিন্নমতাবলম্বী এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেছে।
আরও পড়ুন-দুর্নীতির অভিযোগে বিএসএনএল-এর ২১ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর
জানা গিয়েছে, আমেরিকার মানবাধিকার আন্দোলনকর্মীরা ইতিমধ্যেই তাঁদের স্লোগান বেছে নিয়েছেন। প্ল্যাকার্ড, ব্যানারও তৈরি করেছেন। তাতে লেখা থাকছে, মোদি আমেরিকায় স্বাগত নন। হিন্দু আধিপত্যের হাত থেকে ভারতকে রক্ষা কর। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের পরিচালক ইলেইন পিয়ারসন বাইডেনকে লেখা চিঠিতে মোদির সফরের সময় ভারতে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে প্রকাশ্যে তাঁর ব্যক্তিগত উদ্বেগ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মানবাধিকার সুনিশ্চিত করার জন্য মোদিকে পরামর্শও দেওয়ার কথাও বলেছেন।