রাজ্যপালের আপত্তি সত্ত্বেও স্ট্যালিন মন্ত্রী রাখছেন বালাজিকে

Must read

প্রতিবেদন: তামিলনাড়ুতে রাজ্যপাল আর এন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের (RN Ravi- MK Stalin) সংঘাত ক্রমশ বাড়ছে। এক পুরনো আর্থিক অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছিল ইডি। আদালতের নির্দেশে আপাতত ওই মন্ত্রী বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। মন্ত্রীকে গ্রেফতারের পর রাজভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, ধৃত বালাজিকে দফতরহীন মন্ত্রী করে রাখতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন। কিন্তু গুরুতর অভিযোগে ধৃত ওই বিধায়ককে কোনও অবস্থাতেই মন্ত্রী পদে রাখা উচিত নয়। যথারীতি রাজভবনের ওই বিবৃতিতে প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী স্ট্যালিন (RN Ravi- MK Stalin)। তিনি স্পষ্ট বলেছেন, কে মন্ত্রিপদে থাকবেন বা থাকবেন না, সে-বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মুখমন্ত্রীর। রাজ্যপালের নয়। রাজ্যপাল অযথা সরকারের কাজে নাক গলিয়ে পরিস্থিতি ঘোরালো করার চেষ্টা করছেন। এটা অনৈতিক।

আরও পড়ুন- ভারত বাঁচাও স্লোগান, মোদির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে আমেরিকায়

Latest article