দক্ষিণবঙ্গ গরম কমছেই না আর প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ, সিকিম সহ উত্তর-পূর্বাঞ্চল। আবহাওয়া খারাপ তাই দৃশ্যমানতা কমে গিয়েছে। ফলে শনিবার দুপুরে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) ইন্ডিগো এয়ারলাইন্সের শিলচরগামী দুটি বিমান (Silchar Flight) অবতরণ করে। পরে কলকাতা থেকে এগুলি শিলচরে যাওয়ার কথা থাকলেও রাতে দুটি বিমানই বাতিল করা হয়। ঝুঁকি এড়াতে দুটি বিমান বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান বাতিলের সিদ্ধান্তে কলকাতা বিমানবন্দরেই বিক্ষোভ দেখান যাত্রীরা। যাত্রীদের টিকিট-মূল্য ফেরত দেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুন-২০ বছর পর একপর্দায় চিরঞ্জিত ঋতুপর্ণা
সূত্রের খবর এদিন আইজল থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ইন্ডিগোর বিমান ৬ই ৯২০৬। মোট ১২১ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বিমানটি আইজল বিমানবন্দর থেকে থেকে রওনা দেয়। শিলচরের খারাপ আবহাওয়ার জন্য বিমানটি ঘুরিয়ে ২টো ৪৯ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামানো হয়। একইভাবে ইন্ডিগোর আরেকটি উড়ান ৬ই ৬৫৭৯ কলকাতা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল দুপুর ১২টা ৩১ মিনিট নাগাদ। এই বিমানটিতে ১৬০ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু ছিলেন। সেই বিমানটিও ঘুরিয়ে নিয়ে কলকাতা বিমানবন্দরে আনা হয়। আবহাওয়ার উন্নতি হলে বিমান রওনা করানো হবে বলে সিদ্ধান্ত হয়। কিন্তু, রাত ১০টা পর্যন্ত শিলচরের আবহাওয়ার উন্নতি হয়নি। দৃশ্যমানতা খুব কম।