মরশুমের প্রথম ইলিশ, দাম শুনেই চক্ষু চড়কগাছ

মরশুমের প্রথম রূপোলি ফসল দেখে, রসনার স্বাদ জেগে উঠেছে বাঙালির মনে । কিন্তু দাম শোনার পর অনেকেই মুখ ফিরিয়েছেন।

Must read

মরশুমের শুরুতে সেই ইলিশের (Hilsa fish) দেখা পাওয়া গেল। ঝাঁকে না যদিও কিন্তু এবার দিঘায় উঠল মরশুমের প্রথম রূপোলি ফসল ইলিশ। ৬১ দিনের ব্যান পিরিয়ড ছিল এরপর সমুদ্রে মৎস্য শিকারে গিয়েছে প্রায় ৩ হাজার লঞ্চ-ট্রলার। গভীর সমুদ্র থেকে সেগুলি ফিরতে যদিও আরও বেশ কয়েকদিন সময় লাগবে। অগভীর সমুদ্রে জাল ফেলছে বেশ কয়েকটি ছোট নৌকা ও ভুটভুটি। তাদের হাতেই উঠে এল ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছ।

আরও পড়ুন-খারাপ আবহাওয়া, বাতিল শিলচরগামী দুটি বিমান

এই মরশুমে ইলিশের খরা কাটবে, মনে করছে মৎস্যজীবী থেকে ট্রলার মালিকরা। মৎস্যজীবীদের জালে এদিন এসেছে খুব কম সংখ্যক ইলিশ, পমফ্রেট, চিংড়ি, ভোলা ইত্যাদি। দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রের প্রথম দিনের শুরু এভাবেই হয়েছে। মরশুমের শুরুর দিন মাছ নিলাম কেন্দ্রে মাছের সাপ্লাই অনেকটাই কম ছিল কারণ সিংহভাগ আড়ৎ খালি।কয়েকটা খোলা। সেগুলিতে ইলিশ থাকলেও সংখ্যায় একেবারে কম। তাদেরও এক একটির ওজন এক কিলোর কাছাকাছি। গড়ন ও গায়ের রং বলে এগুলো ভাল জাতের। হাজারের ওপর দাম।

আরও পড়ুন-২০ বছর পর একপর্দায় চিরঞ্জিত ঋতুপর্ণা

মরশুমের প্রথম রূপোলি ফসল দেখে, রসনার স্বাদ জেগে উঠেছে বাঙালির মনে । কিন্তু দাম শোনার পর অনেকেই মুখ ফিরিয়েছেন। নাগালে পেতে আরও কিছুদিনের অপেক্ষা। বৃষ্টি আর পুবালি হাওয়ার যুগলবন্দিতে ইলিশের ঝাঁক ওঠে। সেই আবহাওয়া এখনও দিঘায় তৈরি হয়নি বলেই জানা গিয়েছে। আবহাওয়া অনুকূল হলে ইলিশ উঠবে বলে মনে করা হচ্ছে।

Latest article