বার্মিংহাম, ১৮ জুন : খুব জমজমাট একটা টেস্টে বৃষ্টি এসে অনেকটা সময় মাটি করে দিল! তৃতীয় দিন যখন বৃষ্টি নামল, ইংল্যান্ড অবশ্য বেশ চাপে। ২৮ রানে ২ উইকেট চলে গিয়েছে। জ্যাক ক্রলি ৭ ও বেন ডাকেট ১৯ রানে আউট। খেলা বন্ধের সময় অলি পোপ ও জো রুট কোনও রান না করে নট আউট ছিলেন। হাতে ৮ উইকেট নিয়ে ইংল্যান্ড আপাতত এগিয়ে ৩৫ রানে।
অস্ট্রেলিয়া যে ইংল্যান্ডের (Australia- England) রানের এত কাছে এল, সেটা ওসমান খোয়াজার জন্য। তিনি শেষপর্যন্ত আউট হয়েছেন ১৪১ রান করে। ৩২১ বলের ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মেরেছেন পাক বংশোদ্ভূত অস্ট্রেলীয় ওপেনার। তিনি যখন রবিনসনের বলে বোল্ড হয়ে গেলেন, তখন অস্ট্রেলিয়ার রান ৩৭২/৭।
ইংল্যান্ড ৩৯৩/৮ রানে ডিক্লেয়ার করে দেওয়ার পর অস্ট্রেলিয়া (Australia- England) একসময় ১৪৮ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল। কিন্তু সেখান থেকে ট্রাভিস হেড ৫০, অ্যালেক্স ক্যারি ৬৬, প্যাট কামিন্স ৩৮ রান করে দলের রানকে এগিয়ে দেন। শেষপর্যন্ত ৭ রান পিছিয়ে থেকে প্রথম ইনিংস শেষ করেছে অস্ট্রেলিয়া। উল্টোদিকে দাঁড়িয়ে এঁদের রান করতে সাহায্য করেছেন খোয়াজা। যিনি একসময় অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছিলেন। কিন্তু ফিরে এসে অসাধারণ খেলছেন। এটা তাঁর ১৫তম টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ড বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিয়েছেন ব্রড এবং রবিনসন। ইংল্যান্ড ইনিংসে দুটি উইকেট বোলান্ড ও কামিন্সের।