রাজভবনে ‘পিস রুম’ নাকি অশান্তির ঘর

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের আগে বিরোধীদের হিংসার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপালের উদ্যোগে রাজভবনে চালু হয়েছে ‘পিস রুম’ বা শান্তি রুম (Raj Bhavan- Peace Room)। রাজভবনের এই পিস রুম নিয়েই অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রশ্ন, ভোটের মুখে যেখানে আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে, সেখানে এভাবে কি রাজ্যপাল ‘পিস রুম’ (Raj Bhavan- Peace Room) খুলতে পারেন? দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্যপালের এভাবে পিস রুম খোলার কোনও এক্রিয়ারই নেই। তিনি সাংবিধানিক পদে আছেন। সেই পদকে আমরা শ্রদ্ধা করি। তাই উনি মিথ্যাচার করছেন তা আমরা বলতে পারি না। তবে আমরা জোর দিয়েই বলছি, রাজ্যের হিংসা নিয়ে উনি সত্যের অপলাপ করছেন। ভোটের মুখে তৃণমূল কর্মীরা মারা গেলেন, কিন্তু উনি তাঁদের বাড়ি যাওয়ার প্রয়োজন মনে করলেন না। অথচ অন্য কোনও দলের অভিযোগ পেলেই এই প্রবল গরমে গলাবন্ধ কোট পরে উপস্থিত হচ্ছেন, এটা মানা যায় না। তিনি আসলে নিজেকে কংগ্রেস, সিপিএম, বিজেপি ও আইএসএফের মিলিত ফ্রন্টের চেয়ারম্যান মনে করছেন। রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়েও তিনি সত্যের অপলাপ করছেন বলেই অভিযোগ করেন তৃণমূল মুখপাত্র। কুণালের সুরেই দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, আদর্শ আচরণ বিধি বলবৎ আছে। নির্বাচনী আচরণ বিধির ঊর্ধ্বে কেউ নন, স্বয়ং রাজ্যপালও নন। সুতরাং এই সময় এসব কতটা করা যায় আমার জানা নেই। রাজ্যপাল অতি উৎসাহী হয়ে যেভাবে এসব কাজকর্ম করছেন। এত বড় রেল দুর্ঘটনা ঘটল, এই উৎসাহ তখন দেখা যায়নি। বাংলার মুখ্যমন্ত্রী ছুটে গেলেন, তখন কোথায় ছিলেন তখন উনি? সাংবিধানিক প্রধান হিসাবে ওঁর এক্তিয়ারের মধ্যে থেকেই কাজ করা উচিত।

আরও পড়ুন- কথা দিয়ে কথা রাখলেন, প্রকাশ্যে কাজের খতিয়ান

Latest article