রথযাত্রার মুখে পুরীগামী ২০টি ট্রেন বাতিল

Must read

সংবাদদাতা, হাওড়া : মঙ্গলবার রথযাত্রা (Rath Yatra)। এই উপলক্ষে লাখো ভক্তের সমাগম হয় পুরীতে (Rath Yatra- Puri)। সেই কারণে এই সময় পুরীতে আসা-যাওয়ার জন্য স্পেশাল ট্রেন দেয় রেল। এবার রেলের তরফে পুরী স্পেশাল কোনও ট্রেন তো দেওয়াই হয়নি, উল্টে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করে দিল রেল কর্তৃপক্ষ। রবিবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বাহানগা বাজার স্টেশনে রেললাইন রক্ষণাবেক্ষণের কারণে সোমবার ২০টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে, আপ ও ডাউন হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ভদ্রক এক্সপ্রেস, খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস, শালিমার-হায়দরাবাদ ইস্টকোস্ট এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন। করমণ্ডল এক্সপ্রেস এই বাহানগা স্টেশনের কাছেই সম্প্রতি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল। তারপর থেকে এখনও প্রতিদিনই ওখানকার রেললাইন রক্ষণাবেক্ষণের কারণ দেখিয়ে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করছে রেল কর্তৃপক্ষ। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সমস্ত ট্রেন চলাচল করবে তা রেলের তরফেও স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে। তাঁরা বলছেন, রথের সময় পুরী যাব বলে অনেক আগে থেকে শতাব্দী এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম। হঠাৎই রেল থেকে ট্রেন বাতিলের মেসেজ পেলাম। এর পরিবর্তে রেল অন্য কোনও বিকল্প ব্যবস্থাও করেনি। আমাদের অন্য ট্রেনে যাওয়ার ব্যবস্থাও করা হয়নি।

আরও পড়ুন- রাজভবনে ‘পিস রুম’ নাকি অশান্তির ঘর

Latest article