নয়াদিল্লি, ১৯ জুন : এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু করে দিলেন প্রতিবাদী কুস্তিগিররা। ২৩ সেপ্টেম্বর চিনের হাংঝৌ শহরে বসবে এশিয়াডের আসর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। তার আগে রয়েছে ট্রায়াল। হরিয়ানার সোনপথে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (সাই) কমপ্লেক্সে অনুশীলন শুরু করেছেন দুই মহিলা কুস্তিগির বিনেশ ফোগট ও সঙ্গীতা ফোগট। সাইয়েরই অন্য একটি কেন্দ্রে প্রস্তুতি শুরু করেছেন অলিম্পিক পদকজয়ী বজরং পুনিয়া। তবে আন্দোলনের আরও এক মুখ সাক্ষী মালিক এখনও প্রস্তুতি শুরু করেননি বলেই খবর।
আরও পড়ুন-চ্যালেঞ্জ নিতে তৈরি মোহনবাগান
এই প্রসঙ্গে সাইয়ের এক কর্তা জানিয়েছেন, ‘‘আন্দোলনের জন্য এই কুস্তিগিররা অনেকদিন অনুশীলন করতে পারেননি। আখড়া থেকে বহুদিন দূরে ছিলেন। এদিকে, সামনেই এশিয়াডের ট্রায়াল। তাই সাই কমপ্লেক্সে প্রস্তুতি শুরু করেছেন। তবে আপাতত জিমেই বেশি সময় কাটাচ্ছেন কুস্তিগিররা। পুরোদমে প্রস্তুতি শুরু করতে আরও কিছুদিন সময় লাগবে।’’ প্রথমে ঠিক ছিল জুন মাসের শেষ সপ্তাহে শুরু হবে এশিয়ান গেমসের ট্রায়াল। তবে বজরংরা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে ট্রায়াল পিছিয়ে দেওয়ার জ্যন আবেদন করেছিলেন। সেই আবেদনে সাড়া দিয়ে ভারতীয় অলিম্পিক সংস্থা, এশিয়ান অলিম্পিক কমিটির কাছে অনুরোধ জানিয়েছে।