স্পেনের দখলে নেশনস লিগ, টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ মদ্রিচের ক্রোয়েশিয়ার

দীর্ঘ ১১ বছর পর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল স্পেন। ২০১২ সালে ইউরো জেতার পর সাফল্য অধরাই ছিল স্প্যানিশদের।

Must read

রটারডাম, ১৯ জুন : টানটান উত্তেজনার মধ্যে উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন হল স্পেন। রবিবার রাতে রডারডামের ডি কুইপ স্টেডিয়ামে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল গোলশূন্যভাবে। টাইব্রেকারে ৫-৪ গোলে ক্রোয়েশিয়াকে হারিয়ে কাপ জিতে নেয় স্প্যানিশরা। দীর্ঘ ১১ বছর পর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল স্পেন। ২০১২ সালে ইউরো জেতার পর সাফল্য অধরাই ছিল স্প্যানিশদের।

আরও পড়ুন-এশিয়াড প্রস্তুতি শুরু বজরংদের

এদিকে, আরও একটা আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে উঠেও খালি হাতে ফিরতে হচ্ছে ক্রোয়েশিয়াকে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে উঠেও ফ্রান্সের কাছে হারতে হয়েছিল ক্রোটদের। নেশনস লিগের হারের পর, দেশের জার্সিতে ট্রফি জয়ের স্বপ্ন কার্যত শেষ লুকা মদ্রিচের। রিয়াল মাদ্রিদের হয়ে সম্ভাব্য প্রায় সব ক’টি ট্রফি জিতেছেন। কিন্তু দেশকে চ্যাম্পিয়ন করতে আরও একবার ব্যর্থ হলেন মদ্রিচ।
কাতার বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পরেই স্পেনের কোচের পদ ছেড়েছিলেন লুইস এনরিকে। নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তে দায়িত্ব নিয়েই দলকে ট্রফি জেতালেন। স্প্যানিশদের জয়ের নায়ক গোলকিপার উনাই সিমন। টাইব্রেকারে দু’টি পেনাল্টি বাঁচিয়ে দলকে ট্রফি উপহার দেন তিনি।

আরও পড়ুন-চ্যালেঞ্জ নিতে তৈরি মোহনবাগান

ম্যাচে অবশ্য দাপট দেখিয়েছিল ক্রোয়েশিয়াই। মদ্রিদের নেতৃত্বে শুরু থেকেই ডাইরেক্ট ফুটবল খেলেছে তারা। নিজেদের মধ্যে গোটা তিনেক পাস খেলেই স্প্যানিশ রক্ষণে হানা দিচ্ছিলেন ইভান পেরিসিচরা। তবে স্পেনের রক্ষণ জমাট থাকায় সেভাবে গোলের মুখ খুলতে পারেননি ক্রোটরা। অন্যদিকে, স্পেনের হয়ে দারুণ খেলেন লেফট ব্যাক জর্ডি আলবা। ওভারল্যাপে উঠে তিনি বেশ কয়েকবার সেন্টার ভাসিয়েছিলেন আলভারো মোরাতা ও মার্কো আসেনসিওর উদ্দেশ্যে। কিন্তু তা কাজে লাগেনি।

Latest article