প্রতিবেদন : দিল্লি-হরিয়ানা সীমান্তবর্তী এলাকা সিঙ্ঘুতে যেখানে কৃষকরা এক বছর ধরে আন্দোলন করছেন সেখানে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল। কৃষকদের আটকাতে পুলিশ ব্যারিকেড তৈরি করেছে। সেই ব্যারিকেড থেকেই ঝুলছিল যুবকের দেহ। তার দুটি হাত ও পা কাটা ছিল। গোটা এলাকা ভেসে যাচ্ছিল রক্তে। শুক্রবার সকালে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই চমকে উঠেছেন। অভিযোগ ওঠে, ওই যুবক কৃষক আন্দোলনে অংশ নিয়েছিলেন। সেকারণেই পুলিশ তাকে নির্মমভাবে খুন করেছে। তবে এই অভিযোগের কোনও প্রমাণ মেলেনি।
আরও পড়ুন-কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ, শহিদ এক সেনা কর্তা ও জওয়ান
প্রাথমিক তদন্তের পর জানা যায়, কৃষক আন্দোলনের সঙ্গে ঘটনাটি সম্পর্কিত নয়। তাই কে বা কারা কী উদ্দেশ্যে ওই যুবককে এমন নৃশংসভাবে খুন করল তা নিয়ে পরবর্তী তদন্ত শুরু হয়েছে। হরিয়ানা ও দিল্লি দুই রাজ্যের সীমান্তে এই খুনের বিষয়টি ঘিরে তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।